জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গায়েত্রীর জীবনে অতীতের ছায়া! দুর্গাপুজোর আনন্দেই কি জীবনে আসবে নতুন ঝড়? দেখুন ‘দুগ্গামণি ও বাঘ মামা’তে তোলপাড় করা পর্ব!

জি বাংলার নতুন ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘ মামা’ (Duggamoni O Bagh Mama) শুরু থেকেই দর্শকদের মুগ্ধ করে আসছে। প্রধান চরিত্র ‘দুগ্গামণি’ হিসাবে অভিনয় করছেন ‘রাধিকা কর্মকার’ (Radhika Karmakar) ঐশ্বরিক শক্তি, ভালোবাসা ও লড়াইয়ের মিশেলে তৈরি হয়েছে এই ধারাবাহিকের গল্প। প্রধান চরিত্র গায়েত্রী এবং দুগ্গামণির সম্পর্ক যেমন গভীর, তেমনই তাদের জীবনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ। পারিবারিক টানাপোড়েন, অতীতের রহস্য মিলিয়ে তৈরি হয়েছে এক রুদ্ধশ্বাস কাহিনি।

দুগ্গামণির জীবনে বহু বাধা-বিপত্তি এসেছে, ছোটো থেকেই সে অনাথ আশ্রমে মানুষ কিন্তু সে চায় তাঁর মা কে ফিরে পেতে। সব প্রতিকূলতা পার করে সে নিজের পরিবারের কাছে ফিরে আসার চেষ্টা করছে। অন্যদিকে, গায়েত্রীও চায় তাঁর হারিয়ে যাওয়া মেয়ের সাথে মিলিত হতে। কিন্তু ভাগ্য কি তাদের এই প্রত্যাশা পূরণ হতে দেবে? নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো চমক?

Duggamoni O Baghmama, zee bangla, Tollywood actor Soumo Bandopadhyay, Bengali serial entertainment, Manali Dey, Radhika Karmakar, actress, রাধিকা কর্মকার, মানালি দে,সৌম্য বন্দ্যোপাধ্যায়, টলিউড, অভিনেতা, দুগ্গা মনি ও বাঘ মামা, জি বাংলা, সিরিয়াল

সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে, দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে গায়েত্রী ও বাড়ির সকলে। অন্যদিকে, দুগ্গামণিও সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার কথা, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গায়েত্রী। কিন্তু এমন সময়েই বাড়িতে হাজির হয় এক রহস্যময় ব্যক্তি, যে পুরো পরিস্থিতি বদলে দেয়। ‘দেখো কে এসেছে!’—প্রকাশের এই কথায় গায়েত্রী ভাবে, দুগ্গামণি এসে গেছে।

কিন্তু সামনে গিয়ে সে যাকে দেখে, তাতে তার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে যায়! এ যেন তার অতীতের ছায়া!মুহূর্তের মধ্যে তার স্মৃতি হাতড়াতে থাকে, মস্তিষ্কের কোণে লুকিয়ে থাকা এক অজানা আতঙ্ক ফিরে আসে। তার শরীর অসাড় হয়ে আসে, শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে সে! তখনই ওই রহস্যময় ব্যক্তি জানতে পারে, গায়েত্রী আসলে তারই ভাইয়ের স্ত্রী! পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

যখন দুগ্গামণি এসে তার মাসিকে এই অবস্থায় দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে। তবে এরপর কী হবে? গায়েত্রীর অতীতের সঙ্গে এই ব্যক্তির সম্পর্কই বা কী? গায়েত্রীর অতীতে লুকিয়ে আছে কি রহস্য? তবে কি দুগ্গামণিই গায়ত্রী আর এই ব্যক্তির সন্তান? এই দমবন্ধ করা মুহূর্তের পরিণতি কী হতে চলেছে, তা জানতে হলে অবশ্যই চোখ রাখুন ‘দুগ্গামণি ও বাঘ মামা’-তে, প্রতিদিন রাত ৯:৩০-এ, শুধুমাত্র জি বাংলার পর্দায়!

Piya Chanda