জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রুদ্ররূপের খেলা শেষ! বিচার স্থগিত হতেই ফুলকি নিল বড় সিদ্ধান্ত! দিল্লি গিয়ে কি পারবে সত্য উদঘাটন করতে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki) আবারও টানটান উত্তেজনা নিয়ে হাজির! বরাবরই সত্যের সন্ধানে লড়াই করে এসেছে ফুলকি (Devyani Mondal), আর সঙ্গি হয়েছে রোহিত (Abhishek Bose) ও। কিন্তু এবার শত্রুর চাল আরও গভীর। রুদ্ররূপ (Rudrarup) কি আবারও পার পেয়ে গেল? নাকি এবার সত্যি সামনে আসবে তার কুকীর্তি? দর্শকদের মনে প্রশ্নের ঝড় উঠেছে।

সম্প্রতি প্রকাশিত ফুলকির নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, বিচার শুরু হতেই রুদ্র নাটক শুরু করে! হঠাৎ করে অসুস্থতার ভান করে পড়ে যায় সে, ফলে বিচার স্থগিত হয়ে যায়। আদালতে উপস্থিত সবাই হতবাক হলেও, ফুলকি ঠিকই বুঝতে পারে—এটা নিছকই একটা চাল, যাতে তার আসল পরিচয় প্রকাশ না পায়।

Phulki Zee Bangla Serial, Zee Bangla, Bengali Serial, New promo, Upcoming episode, Devyani Mondal, Abhishek Bose, Sudip Sarkar, Rudrarup Sanyal, ফুলকি সিরিয়াল, দেব্যানী মণ্ডল, অভিষেক বসু, সুদীপ সরকার, রুদ্ররূপ সান্যাল, নতুন পর্ব

ফুলকি জানে, এবার শুধু সন্দেহ করলেই হবে না, প্রমাণ জোগাড় করতেই হবে। আর সেই পথেই এগিয়ে যায় সে! ফুলকি এবার দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার বিশ্বাস, রুদ্ররূপের অতীতের সত্যি লুকিয়ে আছে সেখানে। ঠিক তখনই তার পরিচয় হয় এক পুলিশ অফিসার রোহিতের (Abhishek Bose) মাধ্যমে আশিষ চতুর্বেদির সঙ্গে।

যিনি বর্তমানে ছুটিতে দিল্লি এসেছেন। ফুলকি আশার আলো দেখতে পায়। সে দৃঢ় প্রতিজ্ঞ হয়—কোনোভাবেই সত্য চাপা পড়তে দেবে না! এরপর ফুলকি বলে, “আমরা আশিষ বাবুর বাড়ি যাব! সেখানেই হয়তো এমন কিছু খুঁজে পাব, যা রুদ্ররূপের সব ষড়যন্ত্র ফাঁস করে দেবে। এবার কেউ এই অন্যায়ের শাস্তি আটকাতে পারবে না!”

কিন্তু সত্যিই কি এত সহজ হবে? দিল্লি গিয়েও কি ফুলকি তার কাঙ্ক্ষিত তথ্য পাবে, নাকি আরও বড় চক্রান্ত অপেক্ষা করছে? সব প্রশ্নের উত্তর মিলবে ফুলকি-র আসন্ন পর্বগুলোতে! তাই জানতে হলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায়, রোজ রাত ৭:৩০ টায়!

Piya Chanda