জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora) দিন দিন যেন নোংরামির নতুন মাত্রা পার করছে। শুরুর দিকে রাইপূর্ণার (Aratrika Maity) সংগ্রামী জীবনের কাহিনি দর্শকদের মন ছুঁয়ে গেলেও, এখন এই সিরিয়ালের গল্প এমন দিক নিচ্ছে যা মেনে নেওয়া কঠিন। বিশেষ করে নীলু (Debadrita Basu) চরিত্রের বিকৃত উপস্থাপন নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনা চলছে। এবার নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, শুধু নীলু নয়, অনির্বাণও (Suman Dey) সেই একই পথে হাঁটছে!
সম্প্রতি প্রকাশিত একটি নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, রাতের বেলা রাইপূর্ণা ঘুমিয়ে পড়েছে, আর সেই সুযোগে নীলু এসে বসে অনির্বাণের পাশে। অনির্বাণ তখন ল্যাপটপে কাজ করছিল, কিন্তু নীলুর উপস্থিতিতে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। নীলুকে দেখে অনির্বাণ জিজ্ঞেস করে, “তুমি এখনো ঘুমাওনি?” জবাবে নীলু বলে, “তুমিও তো ঘুমাওনি।” এরপর অনির্বাণ হঠাৎ নীলুর হাতে হাত রাখে, ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে রাইপূর্ণা।

এই প্রোমো প্রকাশের পরই দর্শকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এতদিন পর্যন্ত নীলুর চরিত্রকে নোংরামির চূড়ান্ত হিসেবে ধরা হলেও, এবার অনির্বাণের চরিত্রকেও একই কাতারে ফেলা হচ্ছে। একজন দর্শক কটাক্ষ করে লিখেছেন, “নীলুর চরিত্র যে বাজে, সেটা আগেই জানতাম, কিন্তু এখন অনির্বাণও সেই দলে যোগ দিল? এই কেমন সংসারধর্ম?” দর্শকদের অনেকেই মনে করছেন, নির্মাতারা এখন শুধু ‘সস্তা কন্টেন্ট’ তৈরি করে দর্শকদের বিরক্ত করছেন।
আরেকজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “এ কেমন গল্প? নিজের স্ত্রী অন্তঃসত্ত্বা তাই বলে শালীর সঙ্গে প্রেম! এবার কি রাইপূর্ণা স্বামীকে বোনের হাতে তুলে দেবে?” অনেকে আবার সরাসরি লেখকদের দোষারোপ করছেন, “এই সিরিয়ালের লেখকরা কি নেশা করে স্ক্রিপ্ট লেখেন? পারিবারিক গল্পের নামে নীল ছবি বানাচ্ছে!” অনেকেই মনে করছেন, নীলুর চরিত্র আগেই নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এবার অনির্বাণও সেই পথে হাঁটছে! এক দর্শক লিখেছেন, “এটা কী? নিজের স্ত্রীর বোনের হাত ধরছে?
অনির্বাণও এবার নোংরামির দৌড়ে নীলুর সঙ্গে পাল্লা দিচ্ছে!” আরেকজন কটাক্ষ করে বলেছেন, “মিঠিঝোরা এখন পারিবারিক সিরিয়াল না, নীল ছবির গল্প!” কমেন্ট সেকশনে একজন লিখেছেন, “এই গল্পটা কি নেশাগ্রস্ত হয়ে লেখা? মানে নিজের স্ত্রীর বোনের দিকে তাকানোর মতো নিম্নমানের গল্পও এখন দেখানো হচ্ছে!” আরেকজন কটাক্ষ করে লিখেছেন, “অনির্বাণ তো আসলে ‘সংকীর্ণ চরিত্রের’ প্রতীক হয়ে উঠছে! যত মেয়ে দেখবে, ততবার তার মন গলে যাবে!”
আরও পড়ুনঃ সঙ্গীতের মঞ্চে নিন্দনীয় ঘটনা! দিল্লির কনসার্টে সোনু নিগমের ওপর বোতল ও পাথর দিয়ে হামলার চেষ্টা!
এমনকি, কিছু দর্শক সরাসরি “মিঠিঝোরা” বন্ধ করার দাবিও তুলছেন। এক মন্তব্যে লেখা হয়েছে, “এটা কি সিরিয়াল নাকি সস্তা নাটক? যা ইচ্ছে তাই দেখাচ্ছে!” আরেকজন লিখেছেন, “দয়া করে এইসব বিকৃত গল্প দেখানো বন্ধ করুন, না হলে সিরিয়াল বন্ধ করুন!” কিছু দর্শক বলছে অনির্বাণ এর মতো চারিত্রিক বৈশিষ্ট্য দেখে বর্তমান যুগে ধর্ষণ এবং গার্হস্থ্য হিংসা আরও বৃদ্ধি পাবে। এই ধারাবাহিকের বর্তমান গল্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চলছে।
“অনির্বাণও এবার নীলুর মতো চরিত্রহীন! গল্পের নামে যা খুশি তাই দেখানো হচ্ছে!”—এমনই মন্তব্য করছেন অনেকেই। এই সিরিয়াল নিয়ে বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। গল্পের নামে নোংরামি দেখানো বন্ধ করতে হবে—এমনটাই দাবি দর্শকদের। অনেকে প্রশ্ন তুলছেন, “এত কিছু দেখানোর পরও কি চ্যানেল এই ট্র্যাক বন্ধ করবে না?” এখন দেখার বিষয়, নির্মাতারা দর্শকদের এই ক্ষোভ আমলে নেন কি না, নাকি এই ধরনের ট্র্যাকই চালিয়ে যাবেন!