জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পিহুকে কনে সাজেই মুখ বেঁধে কিডন্যাপ করে নিল ঋষি! ‘পিহুর হাত খোলা, মুখ বেঁধে কী লাভ? অদ্ভুত বোকা বোকা ধারাবাহিক’, হাসছেন নেটিজেনরা

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো মন ফাগুন। জুলাই মাসে ধারাবাহিকের এক বছর সম্পূর্ণ হবে। প্রথমদিকে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ধারাবাহিক, মাঝে টিআরপি রেটিং অনেকটাই কমে যায়। তবে এখন আবার ভালো গল্প দেখিয়ে টিআরপি রেটিং তালিকায় অনেকটাই উপরে উঠে এসেছে এই ধারাবাহিক।

বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পিহু অন্য একজনকে বিয়ে করার জন্য একদম প্রস্তুত আর ঋষি কিছুতেই তার বিয়ে হতে দেবে না। ইহ কিছুতেই মেনে নিতে পারছে না যে তাকে টুবাইদা মিলির জন্য ফিরিয়ে দিয়েছিল। যদিও মনে মনে সে টুবাইদাকেই চায় এবং টুবাইকে জ্বালানোর জন্যই এই কান্ড গুলো করছে। এবার বিয়ে করতে যাওয়ার আগে তাকে ধরে কিডন্যাপ করে নিল ঋষি।

তার মুখ বেঁধে তাকে পিঠে চাপিয়ে ঋষি নিয়ে গেল। তবে একটা জিনিস দেখে নেটিজেনরা খুব মজা পেয়েছেন যে এত বড় ভুল কী করে করলেন সিরিয়াল নির্মাতারা? যখন আমরা কারোর মুখ বাঁধি তখন তার হাতটা তো বেঁধে দিই। কিন্তু এখানে ঋষির মাথায় এত বুদ্ধি যে পিহুর শুধু মুখ বেঁধেছে আর হাতটা খুলে রেখেছে। পিহুও মুখ বন্ধ করে হাত ছুঁড়ে চিৎকার করছে অথচ হাত দিয়ে মুখের বাঁধনটা খুলতে পারছেনা।


এটা থেকে সকলেই বলছেন যে এই সামান্য বিষয়টা চোখে পড়লো না নির্মাতাদের? দৃশ্যটা দেখলেই তো অদ্ভুত লাগছে। এই কারণেই সিরিয়ালের টিআরপি কমে যায় কারণ এই কথা স্বাভাবিক যে ধারাবাহিকের সঙ্গে পুরোপুরি বাস্তব জীবনের মিল থাকেনা কিন্তু একেবারেই অবাস্তব যেগুলো সেগুলো দেখানোর তো কোন দরকার নেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page