জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফিরে আসছে উজান হিয়া, সোনামণি-সপ্তর্ষি স্টার জলসায় ফিরছে মেডিক্যাল ড্রামা নিয়ে! হয়ে গেল প্রোমো শুট

স্টার জলসায় এর আগে ধারাবাহিক হতো যার নাম এখানে আকাশ নীল। এই নামে অনেক বছর আগে জি বাংলাতেও একটা ধারাবাহিক হত তবে সেটা আলাদা গল্প। স্টার জলসায় বহু বছর আগে এখানে আকাশ নীল নামে যে গল্পটি দেখানো হয়েছিল সেটি তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঋষি কৌশিক এবং অপরাজিতা ঘোষ দাস। তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল এই ধারাবাহিক। অনেকে বলেন যে জনপ্রিয় হিন্দি ধারাবাহিক দিল মিল গয়ের বাংলা রিমেক এই ধারাবাহিক।

এর কিছু বছর পরে আবার এই নামে স্টার জলসার ধারাবাহিক আসে এবং সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেন শন ব্যানার্জি ও অনামিকা চক্রবর্তী। এই জুটিটা সুপার ডুপার হিট হয়। এখনো পর্যন্ত দর্শকরা চান শন এবং অনামিকা একসঙ্গে জুটি হিসেবে ফিরে আসুক। এই দুটোই ছিল মেডিকেল ড্রামা অর্থাৎ এখানে মূল চরিত্র সকলেই ডাক্তার এবং একটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ছিল শুটিংয়ের মূল জায়গা। এই ধারাবাহিক গুলোকে মেডিকেল ড্রামা বলা হয়।

এ ছাড়া কেয়ার করি না বলে আর একটি ধারাবাহিক স্টার জলসায় হতো যেটা ছিল মেডিকেল ড্রামা।আর অনেকদিন পর স্টার জলসায় আবার আসতে চলেছে মেডিকেল ড্রামা সোনামণি সাহা এবং সপ্তর্ষি মৌলিক এর হাত ধরে। জানা গেছে যে মোহর যে ধারাবাহিকের মধ্যে দিয়ে কাম ব্যাক করছে সেটা আসলে একটি মেডিকেল ড্রামা এবং গতকাল এর প্রথম প্রোমো শুট শেষ হলো।

এই খবর পাওয়ার পরেই স্টার জলসার ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। স্টার জলসা এই ধরনের ধারাবাহিকগুলো খুব ভালো করে যত্ন নিয়ে বানায়। একদম নতুন জুটি হিসেবে সোনামণি ও সপ্তর্ষি কে কেমন লাগে সেটা দেখার জন্যই দর্শকরা অপেক্ষা করে বসে আছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page