জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ (Chirodini Tumi Je Amar) অবশেষে আর্য আর অপর্ণার বিয়ে সম্পন্ন হয়েছে, কিন্তু সুখ যেন কিছুতেই দীর্ঘস্থায়ী হচ্ছে না। আর্যর প্রাক্তন স্ত্রী রাজনন্দিনী যে কিনা মৃ’ত, যেন কোনও অলৌকিক উপায়ে বারবার নিজের উপস্থিতি জানান দিচ্ছে। কখনও সে অপর্ণার স্মৃতিতে ভেসে উঠছে, তো কখনও আর্যর মননে এসে অপ্রত্যাশিত ছাপ ফেলছে। এর মধ্যে আবার আর্যর পুরোনো শত্রু মেঘরাজও সুযোগ খুঁজছে, সে চায় যাতে আর্য-অপর্ণার সুখী জীবন নষ্ট হোক।
ধারাবাহিকের বর্তমান ট্র্যাক অনুযায়ী দেখা যাচ্ছে, বিয়ের পর দুধে-আলতায় পা ডুবিয়ে অপর্ণা শ্বশুরবাড়ি, অর্থাৎ সিংহ রায় বাড়িতে প্রবেশ করে। বধূবরণের সময় রাজনন্দিনী আবার উপস্থিতি অনুভব করায়! এদিকে দুধে পা ডুবানোর সময় অপর্ণার পা পুড়ে যায়, দুধ গরম থাকায়। তবে আর্য সঙ্গে সঙ্গে দুধের উপর হাত পেতে দিয়ে তাকে সাহায্য করে আর অপর্ণা আর্যর হাতের ওপর দিয়ে ঘরে প্রবেশ করে।
কালরাত্রিতেও অপর্ণা রাজনন্দিনীর উপস্থিতি অনুভব করে ভয় পায়। পরের দিন বৌভাতের অনুষ্ঠান, সেই দিন মেঘরাজ সুযোগ বুঝে অন্ধকারে লুকিয়ে আর্যর বাথরুমে বিদ্যুতের ছেড়া তার রেখে যায়। কিন্তু ঘটনাচক্রে মীরা বিদ্যুতপৃষ্ট হয়। এমন অবস্থায় মীরার খেয়াল রাখতে গিয়ে, ফুলশয্যা করা হয় না আর্য-অপর্ণার। এরপরেই অপর্ণা জানতে পারে যে তাঁর মা-বাবা নিজেদের বাড়ি বিক্রি করে চলে গিয়েছে কোথাও। তাদের খুঁজতে গিয়ে স্থগিত হয় যায় সবকিছু।
তবে, ধারাবাহিকের সদ্য প্রকাশিত প্রোমোতে দেখা গেল, সুন্দরভাবে ঘর সাজানো হয়েছে। আর্য-অপর্ণাও সুন্দর করে সেজেছে। এরপর আর্য অপর্ণাকে কাছে টেনে মাথায় গোলাপের পাপড়ি ছড়িয়ে দেয়। হঠাৎই অপর্ণার চোখ আয়নার দিকে পড়ে। অপর্ণা লক্ষ করে আর্যর সঙ্গে সে না, বরং রাজনন্দিনীকে সেখানে দাঁড়িয়ে! এই দৃশ্য দেখে অপর্ণা আতঙ্কে আর্যকে দূরে ঠেলে দেয়। আয়নায় ভেসে ওঠে নববধূ রাজনন্দিনীর প্রতিবিম্ব, যার মাথায় গোলাপের পাপড়ি পড়েছে।
আরও পড়ুনঃ বছরের শুরুতেই টিআরপির দৌড়ে জয় লাভ করলো স্টার জলসা! শীর্ষস্থানে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি এবং পরশুরাম’! পিছিয়ে গেল জি বাংলার ‘পরিণীতা’!
কিন্তু আর্য সে প্রতিবিম্ব দেখার আগেই আয়নাটির কাঁচ নিজের থেকেই জোর শব্দে ফেটে যায় আর আয়নাটা মাটিতে ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পায় আর্য-অপর্ণা! হঠাৎ রাজনন্দিনী কেন এমন ঘটনা ঘটাচ্ছে? কী বলতে চায় সে? অপর্ণার কি কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা আছে আর্যর থেকে? পরবর্তী পর্বে কী হবে, সেটা জানতে দর্শকদের নজর রাখতে হবে আগামী ৬ জানুয়ারির বিশেষ পর্বে।
