জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বছরের শুরুতেই টিআরপির দৌড়ে জয় লাভ করলো স্টার জলসা! শীর্ষস্থানে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি এবং পরশুরাম’! পিছিয়ে গেল জি বাংলার ‘পরিণীতা’!

বর্তমান সময়ে বাংলা টেলিভিশনের ধারাবাহিক যেন আর শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অফিসের কাজ, পড়াশোনা কিংবা সংসারের ব্যস্ততার মাঝেও নির্দিষ্ট সময়ে প্রিয় ধারাবাহিকের জন্য অপেক্ষা করেন দর্শক। চরিত্রদের সুখ–দুঃখ, লড়াই কিংবা সম্পর্কের টানাপোড়েনের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পান অনেকেই। তাই ধারাবাহিক মানেই আজ আবেগ, অভ্যাস আর রুটিনের মেলবন্ধন।

এই বিপুল সংখ্যক ধারাবাহিকের ভিড়ে দর্শক বেছে নেন তাঁদের সবচেয়ে প্রিয় গল্পটিকে। কোন চরিত্র বেশি কাছের, কোন গল্প বেশি দর্শককে আকর্ষণ করে—এই বাছাইয়ের লড়াই থেকেই শুরু হয় টিআরপির যুদ্ধ। প্রতিটি ধারাবাহিকই চায় দর্শকের প্রথম পছন্দ হয়ে উঠতে। আর দর্শকের এই ভালোবাসা, আগ্রহ আর নিয়মিত দেখার অভ্যাসই শেষ পর্যন্ত সংখ্যার খেলায় রূপ নেয়, যা ঠিক করে দেয় কোন ধারাবাহিক এগিয়ে, আর কে পিছিয়ে।

২ জানুয়ারি শুক্রবারের টিআরপি তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’, এবং ‘পরশুরাম’। ৭.২ রেটিং নিয়ে এক নম্বর জায়গা দখল করেছে এই দুই ধারাবাহিক। গল্পের টানটান মোড়, চরিত্রের অভিনয় এবং দর্শকের সঙ্গে দৃঢ় সংযোগই এই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন অনেকে।

দ্বিতীয় স্থানে খুব কাছাকাছি রেটিং নিয়ে রয়েছে ‘রাঙামতি’ (৭.১)। এরপর তৃতীয় স্থানে ‘ও মোর দরদিয়া’ (৬.৯), চতুর্থ স্থানে ‘পরিণীতা’ (৬.৮) এবং পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ (৬.৪)। প্রতিটি ধারাবাহিকই নিজেদের মতো করে দর্শকের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর সেই প্রতিফলনই ধরা পড়ছে এই তালিকায়।

দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ টিআরপি তালিকা—

১) প্রোফেসর বিদ্যা ব্যানার্জি, পরশুরাম – ৭.২

২) রাঙামতি – ৭.১

৩) ও মোর দরদিয়া – ৬.৯

৪) পরিণীতা – ৬.৮

৫) তারে ধরি ধরি মনে করি – ৬.৪

Piya Chanda

                 

You cannot copy content of this page