জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকার পর, আবার ছোটপর্দায় ফিরছেন নবনীতা দাস? নতুন গল্প নিয়ে আসছে জি বাংলা সোনার! দুই বোনের ধারাবাহিক হলেও, এখানে থাকছে একাধিক বিশেষ চমক! অন্য বোনের চরিত্রে থাকছেন কোন অভিনেত্রী?

সেই ‘টাপুর-টুপুর’ থেকে শুরু করে বর্তমানে ‘জোয়ার ভাঁটা’, বোনেদের গল্প নিয়ে ধারাবাহিক কম হয়নি আজ পর্যন্ত। কিন্তু নতুন ধারাবাহিকে দুই বোনের সম্পর্ককে কেন্দ্র করেই এবার গল্প সাজাচ্ছে ‘জি বাংলা সোনার’ (Zee Bangla Sonar)। সদ্য শুরু হওয়া এই চ্যানেলটি বেশ কিছুদিন ধরেই ভিন্নধারার পারিবারিক বিনোদনের ধার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে, আর তারই ধারাবাহিকতায় আসছে এই নতুন নতুন গল্প। চেনা ভঙ্গিতে হলেও, এইবারের গল্পের কেন্দ্রবিন্দুতে দুই বোনের এক অপরের পরিপূরক হয়ে উঠবে।

যাদের সম্পর্কের ওঠাপড়া, ভুল-বোঝাবুঝি আর টানাপোড়েনের কোনও জায়গা নেই, বরং গাঢ় সম্পর্ক নিয়েই গড়ে উঠবে ধারাবাহিকের মূল প্রবাহ। এই ধারাবাহিকের প্রধান চরিত্রে থাকবেন বলে জানা যাচ্ছে, অভিনেত্রী ‘নবনীতা দাস’। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে স্টার জলসার ‘তুমি আসে পাশে থাকলে’ ধারাবাহিকে। দীর্ঘ বিরতির পর আবার ছোট পর্দায় ফিরছেন তিনি। নতুন ভূমিকায় তাঁর উপস্থিতি দর্শকদের জন্য নিশ্চয়ই আলাদা আকর্ষণ তৈরি করবে।

কারণ, নবনীতার অভিনয়ের স্বাভাবিকতাই তাঁকে আলাদা করে চেনায় বাকিদের থেকে আর এমন চরিত্র তাঁর জন্যই তৈরি। অন্য বোনের চরিত্রে থাকছেন, অভিনেত্রী ‘দেবাদৃতা বসু’। সম্প্রতি শেষ হওয়া জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’তে তিনি নেতিবাচক ভূমিকায় অভিনয় করেছিলেন। সেখানে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল। প্রসঙ্গত, দেবাদৃতার আগের ধারাবাহিকটিও ছিল তিন বোনকে কেন্দ্র করে!

সেই গল্পে তিনি ছিলেন মেজো বোন। এবার আবার একেবারে নতুন পরিবেশে, ভিন্নরকম চরিত্রে তাঁকে দেখা যাবে। দুই অভিনেত্রীই একেবারে আলাদা ধরনের কাজ করে পরিচিতি পেয়েছেন, তাই তাঁদের একসঙ্গে দেখা গেলে সেই কেমিস্ট্রি পর্দায় কতটা জমে ওঠে, তা দেখার অপেক্ষায় থাকবেন দর্শকরা। গল্পটিও সম্পর্কের সূক্ষ্ম দিকগুলোকে সামনে আনবে বলে ধারণা করা হচ্ছে, যা পরিবারকেন্দ্রিক ধারাবাহিক পছন্দ করা দর্শকদের কাছে বেশ আকর্ষণীয় হতে পারে।

একদিকে নবনীতার প্রত্যাবর্তন এবং নেতিবাচক চরিত্রে সাফল্যের পর, ইতিবাচক চরিত্রে দেবাদৃতার ফেরা। এই দুই অভিনেত্রীর নতুন জুটি দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা তৈরি করতে পারে। চ্যানেলও আশা করছে, দুই বোনের এই গল্প দর্শকদের সঙ্গে খুব দ্রুতই সম্পর্ক গড়ে তুলবে। তবে, এর থেকে বেশি কিছু জানা যায়নি। কবে থেকে শুরু বা নায়কের চরিত্রে কে থাকছেন, সেটা এখন সময়ই বলবে। আপনাদের মতে, এই দুই অভিনেত্রীর জুটি কি ছোটপর্দায় জাদু করতে পারবে?

Piya Chanda

                 

You cannot copy content of this page