জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জাদুকরের কন্যা মৌবনির নতুন জীবনের শুরু! বাঙালি রীতি মেনেই আজ সম্পন্ন হচ্ছে বিয়ের অনুষ্ঠান, পিসি সরকার জুনিয়রের জামাইয়ের পরিচয় জানেন?

জাদুকর সম্রাট পিসি সরকার জুনিয়রের বাড়ি এখন সাজসজ্জায় মাখা ব্যস্ততার কেন্দ্র। মেয়ে মৌবনি আজ বসছেন বিয়ের পিঁড়িতে। তার আগের দিনেই সম্পন্ন হয় মেহেন্দি অনুষ্ঠান যেখানে হবু কনে নিজের হাতে মেহেন্দির মধ্যে খোদাই করেন বর সৌম্যর নামের প্রথম অক্ষর। শুরু থেকেই উৎসবের আবহে মেতে উঠেছে পরিবার।

৩০ নভেম্বর সকাল থেকেই চলছে একের পর এক বিয়ের আচার। গায়ে হলুদের সময় মৌবনিকে দেখা যায় দুমদাম হাসি আর খুনসুটিতে মেতে উঠতে। রীতিনীতি মেনে বরের বাড়ির হলুদ কনের গায়ে ঠেকানো হয়। পুরো অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন পিসি সরকার জুনিয়রের স্ত্রী যিনি প্রতিটি আচার যথাযথভাবে সম্পন্ন করেন।

গায়ে হলুদে মৌবনিকে হলুদ মাখিয়ে দেন তাঁর দুই বোন। স্বাভাবিকভাবেই চলতে থাকে হাসি ঠাট্টা আর ছবি তোলার সেশন। বোনেরা তাঁকে কোলে তুলে নিয়ে আরও আনন্দ বাড়িয়ে দেন। পরিবারের সবাই হলুদ রঙের পোশাকে সেজে ছিলেন এবং পিসি সরকার জুনিয়রও পরিবারের মহিলাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত ছিলেন।

তিন মেয়ের বিয়ের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার জুনিয়র। সেই উত্তরদাতাদের মধ্য থেকে সৌম্য রায়কে মেজো মেয়ের জন্য যোগ্য পাত্র হিসেবে বেছে নেন তিনি। তাই প্রথমে মৌবনির বিয়েটাই আয়োজন করছেন। বিয়েতে পুরোপুরি বাঙালি রীতি মেনে সব আয়োজন করা হচ্ছে। বেনারসি শাড়ি, সোনার গয়না, টোপর থেকে শুরু করে রাতের খাবারের মেনুতেও থাকবে মাছ, মিষ্টি, মাটন সহ সব প্রিয় বাঙালি পদ।

পেশায় রিসার্চ অ্যানালিস্ট সৌম্য রায় চন্দননগরের বাসিন্দা। বিদেশে থাকলেও এখন কলকাতায় পরিবারসহ থাকছেন। হবু শ্বশুরবাড়ির সকলকে ইতিমধ্যেই আপন করে নিয়েছেন মৌবনি। জাদুকর বাবার থেকে জাদু শেখা এবং অভিনয়জগতে নিজের নাম তৈরি করা মৌবনি জানিয়েছেন যে তিন বোনই বাবা মায়ের পছন্দেই বিয়ে করতে চান এবং সেই ভাবেই শুরু হচ্ছে তাঁর নতুন পথচলা।

Piya Chanda

                 

You cannot copy content of this page