জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“দেব বোকা বোকা কথা বলে, ওর জন্য পাগলুই ঠিক আছে…কথা বললেই টলিউডে বিতর্ক হয়!” অভিনেতা চিরঞ্জিতের মতে টলিউড মেগাস্টার দেব এমনই! বর্ষীয়ান অভিনেতা কি করলেন অভিযোগ না কি প্রশংসা?

বিনোদন জগতে বহু তরুণী ও তরুণ আসে স্বপ্ন নিয়ে। কিন্তু প্রথম সিনেমা করেই দীর্ঘদিন টিকে যাওয়ার নিশ্চয়তা কখনোই থাকেনা। অনেকেই মুভির প্রথম সাফল্যের পরই অদৃশ্য হয়ে যায়। সেই কারণে টলিউডে সফলভাবে নিজেকে প্রতিষ্ঠা করা সত্যিই কঠিন কাজ। যাদের অভিনয় ও চরিত্রনির্মাণের ক্ষমতা আছে, তারাই দীর্ঘ সময় দর্শকের মনে জায়গা করতে পারে।

টলিউডে একজন নাম যে স্বভাবতই আলাদা হয়ে উঠেছে, তিনি হলেন দেব। নিজস্ব অভিনয় দক্ষতা ও পরিশ্রমের ফলে দেব আজ টলিউডের এক গুরুত্বপূর্ণ অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। প্রথম সিনেমা থেকে শুরু করে আজ পর্যন্ত বহু ধাপ পার করে, দেব তার স্থান ধরে রেখেছেন। শুধু অভিনয় নয়, দর্শক হৃদয়ে ভালোবাসার জায়গা করে নেওয়াও তার শক্তি। আজ তিনি যে জায়গায় দাঁড়িয়েছেন, তার পেছনে আছে কঠোর পরিশ্রম এবং সহশিল্পীদের প্রতি সম্মান।

সম্প্রতি মুক্তি পেয়েছে চিরঞ্জিত চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রর “হাঁটি হাঁটি পা পা”। ছবিতে রুক্মিণীর সঙ্গে চিরঞ্জিতের রসায়ন দেখার মত। দুজনের মধ্যে একটি প্রাকৃতিক অভিনয় ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে। সিনেমা সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেতা চিরঞ্জিত দেব সম্পর্কিত কিছু মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, “দেবের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই, সে একজন সুপারস্টার। যখন দেব প্রথম মুভিতে নেমেছিল, তখন অনেকেই বলেছিল দাদা, এই ছেলে টিকে যাবে না। কিন্তু আমি বলেছিলাম, এই ছেলে থাকার জন্যই এসেছে।” তিনি আরও বলেছেন, “মাঝে মাঝে দেব এমন কথা বলে যা কন্ট্রভারসি তৈরি করে। আসলে সেটি তার সরলতার প্রতিফলন, সে যা মনে করে তাই বলে দেয়।”

চিরঞ্জিত আরও উল্লেখ করেছেন যে, “কমার্শিয়াল মুভি ছাড়া বাংলা সিনেমার জগৎ টিকে থাকবে না। দেব এখন সেই বিষয়টি বুঝেছে। হয়তো কিছুটা দেরিতে হলেও সে বোঝার চেষ্টা করেছে। তার অভিনয় ও সরলতাই তাকে দর্শকের কাছে প্রিয় করে তুলেছে।” এই মন্তব্যের মাধ্যমে বোঝা যায়, টলিউডে দেব ও চিরঞ্জিতের সম্পর্ক কেবল সহকর্মীর নয়, বরং এক শিল্পী হিসেবে পরস্পরের প্রতি সম্মান ও বোঝাপড়ার ভিত্তি।

Piya Chanda

                 

You cannot copy content of this page