জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মিঠিঝোরায় ধুমতানানা পর্ব! রাইকে কিডন্যাপ করার অপরাধে গ্রেফতার নীলু ও কোয়েল! এব এবার মিলবে কড়া শাস্তি

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই দর্শক মহলে সাড়া ফেলেছে। আরাত্রিকা মাইতি, দেবাদৃতা বসু, স্বপ্নিলা চক্রবর্তী অভিনীত এই ধারাবাহিক দর্শকদের বেশ প্রিয়। ‌আর এবার ধারাবাহিকে আসছে ধামাকা পর্ব। রাইকে কিডন্যাপ করার অপরাধে গ্রেপ্তার হবে নীলু ও কোয়েল‌। স্মৃতি হারিয়েছে রাই! গ্রেফতার নীলু, কোয়েল

অনির্বাণের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর তাঁর বাড়ি ছেড়ে বেরিয়ে আসে রাই। নতুন চাকরি নিয়ে সে কালিম্পংয়ে গিয়ে থাকবে বলে ঠিক করে। তবে রাইয়ের যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় নিলু। সে কিছুতেই দিদিভাইকে সুন্দর জীবন কাটাতে দেবে না। এদিকে অনির্বাণ নিজের ভুল বুঝতে পেরে তাঁর বাড়িটা রাইয়ের নামে লিখে দেয়। আর সেটাই বিপদ হয়ে দাঁড়ায় রাইয়ের জন্য।

Mithijhora Today Episode 29 January 2

অনির্বাণের বাড়ি হাতানোর জন্য প্ল্যান কষে নীলু ও কোয়েল। উকিলকে দিয়ে আলাদা দলিল বানিয়ে সেই দলিলে রাইকে দিয়ে সই করানোর জন্য প্ল্যান করে রাইকে কিডন্যাপ করা হয়। কিন্তু শেষমেষ এই প্ল্যান ধরে ফেলে রাই। দলিলে সে সই করেনা। কিন্তু বন্দুক তুলে পালানোর সময় গাড়ির ধাক্কায় রাস্তায় আহত অবস্থায় পড়ে যায় সে।

রাস্তা দিয়ে যাওয়া একজন দম্পতি রাইকে উদ্ধার করে নিয়ে আসে আর হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা শুরু করে। অন্যদিকে, রাইয়ের বাড়িতে সবাই চিন্তিত হয়ে পুলিশের কাছে যায়। পুলিশও সন্দেহের তালিকায় থাকা নীলু, কোয়েলের খোঁজ করতে থাকে। এক হোটেল থেকে অন্য হোটেলে পালাতে থাকে নীলু ও কোয়েল।

হাসপাতালে জ্ঞান ফেরার পর বোঝা যায় রাই তাঁর স্মৃতি হারিয়েছে। আগের কোন কথাই মনে নেই তাঁর। এদিকে পুলিশের ভয়ে কুঁকড়ে রয়েছে নীলু।তাহলে কি সত্যি ধরা পড়ে যাবে তারা? কোয়েল আর নীলু ধরা পড়লে জমে যাবে পর্ব। যা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

Tolly Tales