জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পরিণীতায় বিরাট চমক! সম্মুখ সমরে দাদু-পারুল! পারুলের ওপর আস্থা কমল দাদুর

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচ্ছে। গল্পের মোড় ও চরিত্রগুলোর কাহিনি এখন বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। শুরুর দিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্পের মোড় দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। মূলত পারুল ও রায়ানের জীবনের নানা উত্থান-পতনই এই ধারাবাহিকের কেন্দ্রবিন্দু।

সাম্প্রতিক পর্বগুলোতে দেখা গেছে, রায়ান মনে করে পারুল ইচ্ছাকৃতভাবে দাদুকে কিছু বলেনি, যার ফলে রাকার বিয়ে আটকানো যায়নি। এই নিয়ে রায়ান বারবার পারুলকে দোষারোপ করতে থাকে এবং তার উপর রাগ দেখায়। তবে পারুল সাফ জানিয়ে দেয়, সে কোনোভাবেই রাকার এই বিয়ে হতে দেবে না। কারণ রাকা সত্যিকারের ভালোবাসা পেয়েছে অন্য কারও কাছ থেকে, আর এই বিয়ে হলে একাধিক জীবন নষ্ট হয়ে যাবে।

Parineeta, zee bangla, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল

এদিকে রাকার পিসিমণি জানান, রাকা আসলে দেবজ্যোতি নামের এক যুবককে ভালোবাসে। এই কথা শুনে পারুল সিদ্ধান্ত নেয়, তাকে সাহায্য করতেই হবে। পিসিমণিও বলেন, তিনি মেয়ের জীবন নষ্ট হতে দেবেন না এবং পারুলের সাহায্য চান।

পরিণীতা আজকের পর্ব ৩১ জানুয়ারি (Parineeta Today Episode 31 January)

পরবর্তী দৃশ্যে দেখা যায়, রাকাকে বাড়ি থেকে পালাতে সাহায্য করতে গিয়ে পারুল ধরা পড়ে যায় দাদুর হাতে। দাদু জানতে পেরে যায় পারুল সুস্নাত র কাছে গিয়ে বিয়ে ভাঙছি দেবার চেষ্টা করেছে। দাদু পারুল কে অন্ধের মত বিশ্বাস করতো কিন্তু পারুল এমন কাজ কেন করেছে সেটা দাদু পারুলের কাছে জানতে চায়। যার উত্তরে পারুল সরাসরি জানায় রাকা দেবজ্যোতি নামক একটি ছেলেকে ভালোবাসে।

এমনকি পারুল এটাও বলে যে দাদুর ঠিক করা পাত্রকে যদি রাকা বিয়ে করে তাহলে সে জীবনে কোনদিনই সুখী হতে পারবেনা। ঠিক সেই সময় রায়ান পারুল কে বলে এত বড় কথাটা সে দাদুর মুখের উপরে কি করে বলে দিল। এদিকে ঠাকুমাও মনে মনে চিন্তা করে আজকে কেলেঙ্কারি হয়ে গেল। দাদু পারুল কে বিশ্বাস করত কারণ পারুল এতদিন ন্যায়ের পথে চলেছে এবং দাদুর সব কথা শুনে এসেছে। কিন্তু এরপর আগামী পর্বে গল্প কোনদিকে মোড় নেবে সেটাই দেখার বিষয়।

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page