জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“এই সিরিয়াল শুধু কাজ নয়, পরিবার ছিল!” – নিম ফুলের মধু বিদায়ের শেষ মুহূর্তে চোখে জল পল্লবী, সোমুর!

বাংলা টেলিভিশনে (Television) পারিবারিক গল্পের ওপর ভিত্তি করে তৈরি ধারাবাহিকগুলোর জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে থাকে। দর্শকরা নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পান এই ধরনের গল্পে। কখনও পারিবারিক সমস্যার সমাধান, কখনও সম্পর্কের জটিলতা—এসব নিয়েই এগোয় কাহিনি। আর সেই কারণেই ‘নিম ফুলের মধু’ শুরু হওয়ার পর থেকেই বিশেষ জায়গা করে নিয়েছিল দর্শকদের মনে। এক মধ্যবিত্ত পরিবারের গল্প, যেখানে সংসার, দায়িত্ব ও সম্পর্কের বাস্তবতা একসঙ্গে উঠে এসেছিল।

তবে যেকোনো ভালো গল্পের যেমন একটা শুরু থাকে, তেমনই একটা শেষও থাকে। দীর্ঘ পথচলার পর যখন প্রিয় ধারাবাহিক বিদায় নেয়, তখন দর্শকদের মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কিন্তু শুধু দর্শক নয়, এই সিরিয়ালের সঙ্গে যুক্ত কলাকুশলীরাও ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কাজ করতে করতে একে অপরের সঙ্গে তৈরি হয়েছে এক গভীর সম্পর্ক। আর তাই ‘নিম ফুলের মধু’-র শেষ হওয়ার খবরে শুটিং ফ্লোরেই কান্নায় ভেঙে পড়ছেন অনেকে।

সাম্প্রতিক শুটিং পর্বের কিছু মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা গিয়েছে, সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীরা বিদায়ের আগে একসঙ্গে কিছু সময় কাটাচ্ছেন। একে একে পুরনো সদস্যরাও দেখা করতে আসছেন টিমের সঙ্গে। অভিনেতা রুবেল দাস (সৃজন) লিখেছেন, “প্রত্যেক শুরুর একটা শেষ থাকে। কিন্তু এত তাড়াতাড়ি বিদায় নেব, ভাবিনি। এই সিরিয়াল আমার জীবনের একটা বড় অধ্যায় হয়ে থাকবে।”

শুধু রুবেল নন, ‘পর্ণা’ চরিত্রে অভিনয় করা পল্লবী শর্মাও ভীষণ আবেগপ্রবণ। তিনি বলেন, “এই সিরিয়াল শুধু আমার ক্যারিয়ারের অংশ নয়, বরং আমার জীবনেরই একটা অংশ হয়ে উঠেছে। এতদিনের অভ্যস্ত সেট, সহ-অভিনেতারা, এই পরিবেশ ছেড়ে চলে যাওয়া খুবই কষ্টের।” অভিনেত্রী সোমু সরকার, যিনি ধারাবাহিকে সৃজনের কাকিমার চরিত্রে অভিনয় করেছেন, তিনি বলেন, “শেষ হয়ে যাচ্ছে, এটা ভাবতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। এতদিনের যাত্রা, এত স্মৃতি! সব যেন চোখের সামনে ভেসে উঠছে।”

‘নিম ফুলের মধু’-র শেষ শুটিং এখনও হয়নি, তবে বিদায়ের আবহ যেন শুরু হয়ে গিয়েছে আগেই। একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তুলতে শুটিং ফ্লোরে জমিয়ে খাওয়া-দাওয়া চলছে, পুরনো স্মৃতি রোমন্থন চলছে। সম্প্রতি, কলাকুশলীরা একসঙ্গে কেক কেটেছেন, মেনুতে ছিল ভাত, ডাল, মাংসসহ আরও নানা সুস্বাদু খাবার। শেষ পর্ব কবে টেলিকাস্ট হবে, তা এখনও নিশ্চিত নয়। তবে দর্শকরা ইতিমধ্যেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এমন সিরিয়াল বারবার আসে না, শেষ পর্ব দেখার সাহস পাচ্ছি না!” ‘নিম ফুলের মধু’ শুধু আরেকটি সিরিয়াল নয়, এটি ছিল বহু মানুষের আবেগের গল্প। পর্ণা-সৃজনের সম্পর্ক, পরিবারে টানাপোড়েন, সব মিলিয়ে এক অনন্য কাহিনি বুনেছিল এই ধারাবাহিক। শেষ মুহূর্তে আবেগঘন বিদায়ের প্রস্তুতি শুরু হলেও, দর্শকদের মনে এই সিরিয়াল চিরকাল অমলিন থাকবে।

Piya Chanda