জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘অত্যন্ত নোংরা গল্প’, মেনে নিতে পারছেন না দর্শকরা, অবশেষে ঘাড় ধাক্কা খেয়ে শেষ হচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’!

জি বাংলার(Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’(kon gopone mon bheseche) শেষ হতে চলেছে! দর্শকদের তীব্র সমালোচনার মুখে পড়ে এবং টিআরপি কমে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে চ্যানেল। খুব শীঘ্রই তার জায়গা নিচ্ছে নতুন ধারাবাহিক ‘তুই যে আমার হিরো’(Tui je amar hero)। সিরিয়ালের শুরুতে রোমান্টিক প্লট থাকলেও গল্প যত এগিয়েছে, ততই দর্শকদের বিরক্তি বেড়েছে।

একটা সাধারণ প্রেমের গল্প কীভাবে ধীরে ধীরে বিষিয়ে উঠতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’। সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র এক যুবক, যে নিজের প্রেমিকা ও স্ত্রী—দু’জনের জীবনেই সমানভাবে উপস্থিত। কিন্তু প্রেম আর দায়িত্বের মাঝে দোদুল্যমান এই সম্পর্ক শেষ পর্যন্ত দুই নারীর জীবনকেই দুর্বিষহ করে তোলে।

একদিকে বউকে ডিভোর্স দিয়ে অন্য মেয়েকে বিয়ে, অন্যদিকে দু’জনের জীবনে একসঙ্গে থাকা—এই অদ্ভুত গল্প দর্শকদের এতটাই হতাশ করেছে যে, শেষমেশ চ্যানেলকেই বন্ধের সিদ্ধান্ত নিতে হল!একদিকে বউ থাকা সত্ত্বেও নায়কের অন্য মেয়েকে বিয়ে করা, অন্যদিকে একইসঙ্গে দুই নারীর জীবন নষ্ট করা—এই ধরনের কনটেন্টে বীতশ্রদ্ধ দর্শকরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন। অনেকেই বলেছিলেন, “এ কেমন নোংরামো?

বউ রেখে আরেকটা বিয়ে—এটাই কি সিরিয়ালের মেইন থিম?” কেউ কেউ আবার কটাক্ষ করে বলেছেন, “বিয়ের পরে একাধিক সম্পর্কে জড়ানোই এখন নতুন ট্রেন্ড?” আবার কারোর কারোর মতে, “সিরিয়ালের টিআরপি বাড়াতে প্রযোজকেরা যতসব উদ্ভট প্লট আনছে যা সমাজে মোটেই ভালো প্রভাব ফেলছে না”। একসময় জি বাংলার অন্যতম আলোচিত সিরিয়াল হলেও, নেতিবাচক গল্প, অপ্রয়োজনীয় টুইস্ট, আর অযৌক্তিক কনফ্লিক্ট দর্শকদের বিচ্ছিন্ন করে দেয়।

ফলে, টিআরপি তালিকায় পিছিয়ে পড়ে ‘কোন গোপনে মন ভেসেছে’। অবশেষে, চ্যানেল সিদ্ধান্ত নিয়েছে এটি বন্ধ করে নতুন ধারাবাহিক আনার।তার জায়গায় আসছে ‘তুই যে আমার হিরো’, যেখানে থাকছেন রুবেল দাস ও একঝাঁক নতুন মুখ। প্রেম, প্রতিশোধ আর অ্যাকশন নিয়ে সাজানো নতুন গল্প কি দর্শকদের মন জয় করতে পারবে? নাকি এটিও একই পরিণতির শিকার হবে? সেটাই এখন বড় প্রশ্ন!

Piya Chanda