টলিপাড়ায় নতুন গুঞ্জন—’তিয়াসা লেপচা’ ওরফে রোশনাই ও সোহেল দত্ত কি শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন? দুজনকে একটি সেলিব্রেটি এনগেজমেন্ট পার্টিতে একসাথে টুইনিং করতে দেখা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। তাঁদের রোমান্টিক ছবিগুলো এই প্রশ্নকে আরও জোরালো করছে। বিশেষ করে, তাঁদের বন্ধু সায়ক চক্রবর্তীর মন্তব্য এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
ভ্যালেন্টাইন্স ডে-তে তিয়াসা প্রেমিকের পাঠানো উপহার শেয়ার করেছিলেন, যা তাঁদের সম্পর্কের ইঙ্গিত করছে। এরপর ‘সুকান্ত কুণ্ডু ও অনন্যা গুহ’র এনগেজমেন্ট পার্টিতে তিয়াসা ও সোহেলের একসঙ্গে উপস্থিতি এবং ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তাঁদের সম্পর্কের গুঞ্জনকে আরও বাড়িয়ে দেয়। তিয়াসা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে একটি ভালবাসার গানের সাথে, লাল হৃদয়ের ইমোজি দিয়ে এই ছবিগুলো শেয়ার করেন।

কার যত এরপরেই কমেন্ট বক্স ভোরে ওঠে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়ায়। অভিনেতা ‘সায়ক চক্রবর্তী’ তাঁদের একটি ভিডিও পোস্ট করে লেখেন, “শ্যামার প্রেম তো জমে উঠেছে। সামনেই ওদের বিয়ে।” ভিডিওতে সোহেলের হাত ধরে দাঁড়িয়ে ছিলেন তিয়াসা, যা দেখে সায়ক তাঁদের শুভেচ্ছা জানান। তিয়াসা কারণ জানতে চাইলে সায়ক বলেন, “এই যে দুজনকে একসঙ্গে কী সুন্দর লাগছে।” ভিডিওতে তাঁদের নাচতেও দেখা যায়।তিয়াসা ও সোহেল দীর্ঘদিনের বন্ধু।
আরও পড়ুনঃ ‘অত্যন্ত নোংরা গল্প’, মেনে নিতে পারছেন না দর্শকরা, অবশেষে ঘাড় ধাক্কা খেয়ে শেষ হচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’!
তাঁদের এই সম্পর্কের খবর জানতে পেরে অনুরাগীরাও যেমন খুশি, সমালোচকরা কিন্তু কোনভাবেই এই সুযোগ হাতছাড়া করছেন না। কিছু নেটিজেন কটাক্ষ করেন বয়সের ব্যবধান নিয়ে। কেউ বলেন, “তিয়াসার চেয়ে সোহেল অনেক ছোট, মানাচ্ছে না একদম!” আবার কেউ মনে করছেন, “গসিপে থাকার জন্যই এই ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে।” যদিও এই বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি, তবুও তাঁদের একসঙ্গে সময় কাটানোর বিভিন্ন মুহূর্ত বারবার এই গুঞ্জনকে বাড়িয়ে তুলছে।
তিয়াসাকে বর্তমানে ‘রোশনাই’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। এর আগে তিয়াসা জি বাংলার মেগা ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের ‘শ্যামা’ নামে আপামর বাঙালির কাছে পরিচিত ছিলেন। অন্যদিকে, সোহেলও ধারাবাহিক ও টেলিফিল্মের মাধ্যমে ধীরে ধীরে নিজের ক্যারিয়ার গড়ে তুলছেন। তিয়াসা ও সোহেলের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় জল্পনা তুঙ্গে। সত্যিই কি এবার চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুজনে?