জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“এমন দাওয়াই নাচবে সবাই”! আবারও ফিরছে ‘ডান্স বাংলা ডান্স’, নাচের মঞ্চে আসর মাতাতে থাকছেন কি মহাগুরু?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’(Dance Bangla Dance) আবার পর্দায় আসছে, আর এবার প্রতিযোগিতা হবে আরও বড়, আরও জমজমাট! ৮ই মার্চ থেকে শুরু হতে চলেছে নতুন সিজন, যেখানে অংশগ্রহণকারীরা তাঁদের অসাধারণ সব নাচ দেখিয়ে মুগ্ধ করবেন দর্শক তথা বিচারকদের । ইতিমধ্যেই প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে দুর্দান্ত পারফরম্যান্স আর জমকালো মঞ্চসজ্জা।

নাচের তালে মেটে উঠেছে স্বয়ং রয়েল বেঙ্গল টাইগার! দর্শকেরা এই শো-এর জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলেন, আর এবার সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। এইবার বিচারকের আসনে থাকছেন অভিনেত্রী ‘শুভশ্রী গাঙ্গুলী’ ও বহুদিন পর রিয়েলিটি শোতে ফেরা ‘যিশু সেনগুপ্ত’। তাঁদের সঙ্গে দেখা যেতে পারে আরও একজন জনপ্রিয় তারকাকে, কিছুদিন যাবত শোনা যাচ্ছিল অভিনেত্রী কৌশানি থাকতে পারেন বিচারকের আসনে।

যদিও অফিশিয়াল ঘোষণা এখনও আসেনি। তবে সবচেয়ে বড় চমক হল মহাগুরুর আসনে ফিরছেন স্বয়ং ‘মিঠুন চক্রবর্তী’! তাঁর অনুপ্রেরণামূলক কথা এবং মজার মন্তব্য সবসময়ই শো-এর অন্যতম আকর্ষণ।সঞ্চালনার দায়িত্ব এবারও সামলাবেন ‘অঙ্কুশ হাজরা’, যিনি এর আগেও এই শো-এর হোস্ট হিসেবে দর্শকদের মুগ্ধ করেছেন। অডিশন পর্ব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, আর প্রতিযোগীদের বাছাই পর্বে দেখা গেছে নানা রকম প্রতিভার ঝলক।

এবারের মৌসুমে থাকছে নতুন নতুন চ্যালেঞ্জ। দর্শকরা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই উত্তেজনা প্রকাশ করছেন, অনেকেই বলছেন— “ডান্স বাংলা ডান্স মানেই বাঙালির আবেগ!” কেউ কেউ মহাগুরু মিঠুন চক্রবর্তীকে দেখতে পাবেন বলে উচ্ছ্বসিত। আবার কেউ কেউ বলেছেন, “বিচারকের জায়গায় সঞ্চালনাতে যিশু সেনগুপ্তকে বেশি মানাত”।ইতিমধ্যে শো-এর শ্যুটিং শুরু হয়ে গেছে, এবং প্রতিযোগীদের বাছাই পর্বও সম্পন্ন হয়েছে।

এই সিজনের ট্যাগলাইন ‘এমন দাওয়াই নাচবে সবাই’। এর আগে, ‘ডান্স বাংলা ডান্স’ এর অডিশন পর্ব শুরু হয়েছিল ২৫শে অক্টোবর দার্জিলিংয়ে এবং ২৭শে অক্টোবর শিলিগুড়িতে। ৪ বছরের ঊর্ধ্বে যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এবার প্রতিযোগীরা নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে স্মরণীয় করে তুলতে প্রস্তুত। আগামী ৮ মার্চ থেকে প্রতি শনি ও রবিবার সারেগামাপার পরিবর্তে দেখা যাবে ডান্স বাংলা ডান্স।

Piya Chanda