জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পর্দায় ফিরছে আরিয়ান ভৌমিক! ভাইরাল হওয়ার গল্প নিয়ে আসছে নতুন জুটি! জানেন কি, এই সিরিয়ালের নায়িকা কে?

পর্দায় ফিরছে কাকাবাবুর ভাইপো! আজ সেই ছোট্টো ভাইপো হয়েছে টলি ইন্ডাস্ট্রির নামজাদা নায়ক। অভিনেতার নাম আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik)। এই অভিনেতা দর্শকদের সর্বপ্রথম নজর কাড়ে প্রসেনজিৎ চ্যাটার্জী অভিনীত চলো পাল্টাই সিনেমায়।

‘চলো পাল্টাই’ সিনেমার মাধ্যমে পরিচিতি লাভ করলেও এই টলি অভিনেতা ২০০৮ সালে নীল রাজার দেশে সিনেমার মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে একে একে বহু গোয়েন্দা কাহিনী মূলক সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে আরিয়ানকে। অভিনেতার কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল- চলো পাল্টাই মিশর রহস্য’, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, ‘ভূত চতুর্দশী’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, ‘বিজয়া দশমী’, ‘ইয়েতি অভিযান’ এবং অন্যান্য।

তবে, পরবর্তীকালে সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে ওয়েব সিরিজ এবং টেলিভিশনের পর্দাতেও দেখা গেছে অভিনেতাকে। প্রসঙ্গত অভিনেতার ছোট পর্দার প্রথম সিরিয়াল ‘তিতলি’তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। তারপর থেকে আজ প্রায় দীর্ঘদিন হয়ে গেল টেলি জগতে তাঁর দেখা মেলেনি।

বর্তমানে শোনা যাচ্ছে, আবারো টেলিভিশনের পর্দায় কামব্যাক করতে চলেছে এই অভিনেতা। তবে এই সিরিয়ালে অভিনেতার বিপরীতে দেখা যাবে একেবারে নতুন মুখ। অভিনেত্রীর নাম রিখিয়া রায়চৌধুরী। এই খবর শোনা মাত্রই খুব স্বাভাবিকভাবেই আগ্রহী হয়ে রয়েছে বহু আরিয়ান অনুরাগীরা। ধারাবাহিকের গল্পে নায়কের নাম আকাশ এবং নায়িকার নাম মাটি।

ইতিমধ্যেই গতকাল এই সিরিয়ালটি প্রথম প্রমো প্রকাশ্যে এসেছে। এই সিরিয়ালের গল্প মূলত, দুই ভাইরাল সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরের ঘটনাচক্রে দেখা হয় মুখোমুখি এবং তারপর গল্প নিজের প্রতি ধারায় বইতে থাকে। এই ধারাবাহিকের বিশেষ চরিত্রে আবার স্যান্ডি সাহাকেও দেখা যাবে। সিরিয়ালের নাম ‘ভাইরাল বৌমা’। আগামী ১৭ ই মার্চ থেকে ঠিক সন্ধ্যে আটটায় সম্প্রচার হবে সান বাংলায়। তবে দেখার বিষয় এখন একটাই, নতুন ধারাবাহিক ‘ভাইরাল বৌমা’ ঠিক কতটা ভাইরাল হতে পারে দর্শকদের কাছে?

Piya Chanda

                 

You cannot copy content of this page