জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এ যে অবিকল এক দেখতে! প্রথমবার পর্দায় বোন ঋত্বিকার সঙ্গে কনীনিকা! দিদির হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসছেন বোন?

‘রান্নাঘর’ (Rannaghor), জি বাংলার (Zee Bangla) দীর্ঘ মেয়াদী এই রান্নার অনুষ্ঠান আজ প্রায় সকলের ড্রইংরুমে সম্প্রচার হতে দেখা যায়। এই রান্নাঘরের পথ চলা শুরু হয়েছিল বছর ২০ আগে। এতগুলো বছরের মধ্যে এই বিশেষ অনুষ্ঠানের বহুবার সঞ্চালিকাদের মুখ বদলাতে দেখা গেলেও দর্শকদের স্মৃতিতে স্থায়ী হয়ে রয়েছে সুদীপা চ্যাটার্জি।

প্রসঙ্গত একটা সময়ের পর এই অনুষ্ঠান দর্শকদের মুখে মুখে সুদীপার রান্নাঘর নামেও পরিচিত হয়ে উঠেছিল। কিন্তু বেশ কয়েক বছর আগে টলি পাড়ার জনপ্রিয় মুখ সুদীপা চিরতরে রান্নাঘরের শুটিং ফ্লোরকে বিদায় জানান। তারপরেও এক-দুবার সঞ্চালিকার মুখ পরিবর্তন হলেও বর্তমানে এই অনুষ্ঠানের হোস্টের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

অভিনেত্রী এই অনুষ্ঠানে নবাগতা হলেও সাফল্যের সঙ্গে সঞ্চালনা করছেন। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে রান্নাঘরে হয়েছে বিশেষ অতিথির আগমন। অভিনেত্রীর বোন স্বয়ং প্রতিযোগী হয়ে এসেছে রান্নাঘরে। এই প্রথম এক সঙ্গে অনস্ক্রিন ধরা দিয়েছেন তারা। অভিনেত্রীর বোনের নাম ঋত্বিকা বন্দ্যোপাধ্যায়।

গতকাল সেই বিশেষ পর্বে সম্প্রচার হয়েছে টেলিভিশনের পর্দায়। দুই বোনের আড্ডা থেকে শুরু করে রান্না সবটা নিয়েই জমজমাট পর্ব উপভোগ করেছে বাংলার দর্শকেরা। এই এপিসোড দেখার পরে অনেক দর্শকদের মনে কৌতূহল, তাহলে কি এবার দিদির হাত ধরে পর্দায় আগমন হতে চলেছে ঋত্বিকা?

Piya Chanda

                 

You cannot copy content of this page