জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রাঙা ব‌উ’য়ের পর আর পর্দায় দেখা নেই শ্রুতি দাসের! দর্শকরা তাকে নায়িকা হিসেবে ফের দেখতে চাইছেন, কবে ফিরবেন তিনি?

শ্রুতি দাস, টেলিভিশন জগতের অন্যতম উজ্জ্বল মুখ। শ্রুতির অভিনয় জীবন বেশি দিনের না হলেও দর্শকদের মধ্যে বেশ ভালো প্রভাব রেখেছে এই অভিনেত্রী। টিভির পর্দায় অভিনেত্রী নিজের কোমলতার পরিচয় দিলেও বাস্তব জগতে বেশ কঠোর ও শক্তিশালী প্রকৃতির বলে মনে হয়। তাই, গত বছর কলকাতার অভয়াকাণ্ড নিয়ে অভিনেত্রীকে বারবার দেখা গেছে সরেজমিনে প্রতিবাদ করতে।

অভিনেত্রী ২০১৯ সালে জি বাংলার ত্রিনয়নী ধারাবাহিকের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন। শ্রুতি অভিনেত্রীর পাশাপাশি পেশাদার একজন নৃত্যশিল্পীও বটে। অভিনেত্রীর এখনও পর্যন্ত তিনটি সিরিয়ালে অভিনয় করেছেন। সিরিয়াল গুলি হল- ত্রিনয়নী, রাঙা মাটি ও দেশের মাটি।

shruti das

অভিনয় জগত থেকে দূরে থাকলেও প্রতি নিজেকে কখনোই দর্শকদের তাঁকে মিস করতে দেয় না। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। অভিনেত্রীর জীবনের নানান খুঁটিনাটি বিষয় জানতে পারা যায় তাঁর সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে। অন্যদিকে আবার, অভিনেত্রী ২০২৩ সালে ত্রিনয়নী সিরিয়ালের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ায় নেটিজেনদের মাঝে সমালোচিত হন। তবে, এই বিষয়ে অভিনেত্রী তোয়াক্কা না করেই জীবনের স্বাভাবিক ছন্দে এগিয়ে চলছেন তিনি।

বিগত বেশ কয়েক বছর হয়ে গেল অভিনেত্রীকে আর দেখা যাচ্ছে না পর্দায়। তাই, তাঁর অনুরাগীরা চাইছেন তিনি যেনো আবার ফিরে আসেন পর্দায়। কিন্তু, অভিনেত্রী কবে পর্দায় ফিরবেন এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে, কি অভিনেত্রী হারিয়ে গেল নতুন মুখের ভীড়ে?

Piya Chanda

                 

You cannot copy content of this page