জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সন্তানের জন্ম দিতে চলেছে রাই! বিরাট চমক মিঠিঝোরাতে, দিদির সন্তানকে মেরে ফেলার পরিকল্পনা নীলুর

জি এর মেগা “মিঠিঝোরা” (Mithijhora) সিরিয়ালটি রাই ও অনির্বাণের প্রেম, ত্যাগ ও পারিবারিক জটিলতার গল্পকে কেন্দ্র করে এগিয়েছে। রাই একজন সাধারণ মেয়ে, যে নিজের স্বপ্ন ও পরিবারের জন্য সব কিছু করতে প্রস্তুত। অন্যদিকে, অনির্বাণ একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে, যে ধীরে ধীরে রাইয়ের প্রেমে পড়ে এবং তাকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে। কিন্তু তাদের সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় নীলু, যে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তাদের আলাদা করতে চায়।

Mithijhora, মিঠিঝোরা, জি বাংলা, zee Bangla

প্রতিবারই রাই ও অনির্বাণ একসঙ্গে থেকে সব চক্রান্তকে ব্যর্থ করে দেয়, তবে ভাগ্য কি এবারও তাদের পাশে থাকবে? নতুন নতুন চ্যালেঞ্জ ও চমকের সঙ্গে এগিয়ে চলেছে “মিঠিঝোরা”! সম্প্রতি চ্যানেলের তরফ থেকে প্রকাশিত এক বিশেষ ভিডিওতে দেখা গেছে, রাই অনির্বাণকে জানাচ্ছে—”এখন থেকে আমরা আর একা নই, আমাদের জীবনে অন্য কেউ আসতে চলেছে।” এরপরই অনির্বাণ তাকে কোলে তুলে নিয়ে প্রতিশ্রুতি দেয়, “এবার থেকে তোমাকে যত্নে রাখবো, কিচ্ছু হতে দেব না!”

এই দৃশ্য দেখে অনেকেই ভাবছেন, তাহলে কি রাই ও অনির্বাণের জীবনে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে? এবার কি মা বাবা হচ্ছে তারা? কিন্তু সুখ যেন সহজে ধরা দেয় না! একদিকে যখন অনির্বাণ-রাই নিজেদের নতুন জীবনের স্বপ্ন দেখছে, অন্যদিকে ষড়যন্ত্রে লিপ্ত নীলু। সে কি আবারও নতুন কোনো চক্রান্ত আটছে? তার ষড়যন্ত্র কি এবারও রাই-অনির্বাণের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়াবে? জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “মিঠিঝোরা”

এবার নতুন সময়ে সম্প্রচারিত হবে। রাত ৯:৩০-এর বদলে এখন থেকে এই সিরিয়াল দেখা যাবে রাত ১০:১৫-এ। সিরিয়ালের আপকামিং পর্বগুলিতে আসছে বড় চমক, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। নতুন সময়, নতুন গল্প এবং নতুন মোড় নিয়ে আসছে “মিঠিঝোরা”! আগামী পর্বগুলোতে কী হতে চলেছে, তা জানতে চোখ রাখুন জি বাংলায় রাত ১০:১৫-এ।

Piya Chanda

                 

You cannot copy content of this page