জি বাংলা তথা ব্যাক টু ব্যাক বেঙ্গল টপার সিরিয়াল ‘পরিণীতা’ (Parineeta) তে এখন রায়ান ও পারুলের ইউনিভার্সিটিতে র্যাম্প শো এর ট্র্যাক চলছে। সেখানে পারুল (Ishani Chatterjee) কে স্টাইলিশ ড্রেসে র্যাম্প ওয়াক করতেও দেখা যাচ্ছে। অন্যদিকে রায়ান (Uday Pratap Singh) আর সাঞ্জনার চক্রান্ত ভেস্তে যাচ্ছে বারবার। বর্তমানে সিরিয়ালের খুঁটিনাটি জানতে ও বারবার বেঙ্গল টপার হবার অনুভূতি জানতে এক সংবাদ মাধ্যমের তরফ থেকে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়।
বেঙ্গল টপার হওয়ার প্রসঙ্গে পারুল বলে, “দর্শকের আমাদের কাজ যে ভালো লাগছে তাতে আমরা সত্যি আপ্লুত। আমরা সব সময় চেষ্টা করি, তাদের ভালো কিছু দেওয়ার। তবে ওভার কনফিডেন্ট একদমই হব না দেখা যাক ভবিষ্যতে কি হয়”। এরপর রায়ানকে প্রশ্ন করা হয় বিয়ের পর ভ্যালেন্টাইনস ডে অন স্ক্রিন অফ স্ক্রিনে কেমন কাটলো? উত্তরে রায়ান বলে, “কেমন কাটলো সেটা তো দর্শক দেখেছেন, অফস্ক্রিনের খুব একটা ভালো নয় কারণ আমার স্ত্রী তখন কাজের সূত্রে বাইরে ছিলেন”।

এরপর সাংবাদিক তাদের জেন-জি- লিঙ্গও বলে একটি খেলা খেলান। যেখানে মূলত আধুনিক সম্পর্কের কিছু সমার্থক শব্দের অর্থ তাদের জিজ্ঞেস করা হয়। যেমন ‘সিচুয়েশন শিপ’, ‘ব্রেড কাম্বিং’, ‘ঘোস্টিং’ ইত্যাদি। শব্দের আসল অর্থ জানতে পেরে পারুল হঠাৎ বলে বসে, “বর্তমান সময়ে নতুন প্রজন্ম কমিটির রিলেশনশিপে যেতে বোধহয় ভয় পায়। সেই জন্যই এইসব পরিভাষা আবিষ্কার”। তারা নিজেদের এই বিষয়ে ‘ওল্ড স্কুল’ বলে দাবি করেন। এই প্রসঙ্গে হঠাৎ রায়ান বলে বসে অফ স্ক্রিনে পারুলের নয় বছরের সম্পর্ক রয়েছে।
আরও পড়ুনঃ সন্তানের জন্ম দিতে চলেছে রাই! বিরাট চমক মিঠিঝোরাতে, দিদির সন্তানকে মেরে ফেলার পরিকল্পনা নীলুর
খেলার ছলে রায়ান আরো বলেন ২০১৫ সালে একটি ডেটিং অ্যাপ ব্যবহার করতেন তিনি। সেখানে অবশ্য তেমন কাউকে না পাওয়ায় পরবর্তীতে প্রোফাইলটি ডিলিট করে দেয়। সাংবাদিক এরপর সিরিয়ালে পারুল-রায়নের সম্পর্কের কথা জানতে চাইলে, পারুল বলে বর্তমান প্রজন্মের ভালোবাসার পরিভাষা গুলি রায়ান যথাযথভাবে ব্যবহার করছে। হাসি মজাই এমন ভাবেই ইন্টারভিউ টি শেষ করেন তারা।