জি বাংলা (Zee Bangla)র জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ (Anondi) সাম্প্রতিক টিআরপি তালিকা কিছুটা সারা ফেলেছে। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টিআরপিতে কম প্রভাব ফেলছে, যেসব ধারাবাহিক তাদের নতুন ধারাবাহিককে জায়গা করে দিতে স্লট ছেড়ে দিতে হবে। হয়ত বা ধারাবাহিকগুলি শেষ হয়ে যাবে না হয় তাদের সময় পরিবর্তন করা হবে। সাম্প্রতিক এই কারণে অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’ শেষ হয়ে গেল এবং ‘মিঠিঝোরা’র সময় পরিবর্তন করা হলো।
তবে কি এবার একই পথে হাঁটতে চলেছে আনন্দী? তাহলে কি এবার সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে ‘আনন্দী’? নাকি নতুন সময়ে ফিরবে এই জনপ্রিয় ধারাবাহিক? সম্প্রতি সন্ধ্যা সাড়ে ছ’টার স্লট থেকে ‘আনন্দী’কে সরিয়ে দেওয়া হয়েছে, আর তার জায়গায় এসেছে নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। স্বাভাবিকভাবেই দর্শকদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি ‘আনন্দী’-র যাত্রা এখানেই শেষ?

টিআরপি তালিকায় ওঠানামা থাকলেও, গল্পের মোড় ঘুরিয়ে দর্শকদের ধরে রেখেছিল ‘আনন্দী’। কিন্তু সম্প্রচার সময় বদলের কারণে অনেকেই ভাবছেন, সিরিয়ালটি কি আদৌ টিকে থাকবে? অন্যদিকে, সন্ধ্যা ছ’টায় ফিরছে আরেক হিট ধারাবাহিক ‘তুই আমার হিরো’। তার মানে কি নতুন সময়েও ‘আনন্দী’-র জায়গা নিশ্চিত নয়?
সিরিয়ালের কাস্টদের তরফ থেকে জানা গেছে সিরিয়াল বন্ধর খবর এখনো পর্যন্ত নেই। বরং জোর কদমে শুটিং চলছে। সময় পরিবর্তন করা হবে এমনটাই সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে বলেও জানা যায়। এবার দেখার বিষয় কতৃপক্ষ কি আদেও সময় পরিবর্তন করবেন নাকি আর কিছুদিনের মধ্যেই যাত্রা শেষ হবে আনন্দী যেমনটা খবর পাওয়া যাচ্ছে ‘অমর-সঙ্গী’ সিরিয়ালের ক্ষেত্রে।
আরও পড়ুনঃ “বর্তমান প্রজন্ম কমিটেড রিলেশনশিপে ভয় পায়!” অকপট পারুল! বেঙ্গল টপার হওয়ার অনুভূতি ভাগ রায়ানের!
একদিক থেকে দেখা যাচ্ছে, চ্যানেল কর্তৃপক্ষ এই পরিবর্তন আনলেও, এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে। তাহলে কি নতুন কোনো চমক অপেক্ষা করছে? নাকি ধীরে ধীরে বিদায় নিচ্ছে এই সিরিয়াল? দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে, ‘আনন্দী’-র চরিত্ররা কি এবার গল্পের মোড় ঘুরিয়ে নতুন কিছু নিয়ে হাজির হবে? নাকি সত্যিই এই যাত্রার ইতি ঘটতে চলেছে? উত্তর দেবে সময়ই!