জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Aditya Agarwal: বদলা চাই, মিঠাইতে ফিরল ওমির বড় দাদা আদিত্য আগরওয়াল! মিঠাইয়ের খলনায়কের স্থান পূর্ণ করলেন নীল চ্যাটার্জি

আমরা এর আগেই আপনাদের বলেছিলাম যে মিঠাই তে কিন্তু খলনায়ক থাকবে না এটা নয়। ওমি আগারওয়াল মারা গেছে বলে মিঠাই পুরোপুরি খলনায়ক শূন্য হয়ে যাবে এটা হলে তো ধারাবাহিক চলবে না। হয় পিংকিজি দাদার মৃত্যুর প্রতিশোধের জন্য নেগেটিভ হয়ে যেতে পারে নয়তো ফিরে আসতে পারে ওমির বড় দাদা আদিত্য। এর মধ্যে একটাই এবার হতে চলেছেন মিঠাইতে, একদম পাক্কা খবর।

দীর্ঘ এক বছর পর বিদেশ থেকে কলকাতায় ফিরল আদিত্য আগরওয়াল। যাকে আর এক সপ্তাহের মধ্যেই আমরা দেখে ফেলব মিঠাইতে। এত নিশ্চিত হয়ে কী করে লিখছি? তার প্রমাণ একটু পরেই আপনাদের দেব। এবার জমবে মজা। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরছে আদিত্য আগারওয়াল।

মিঠাইতে আদিত্য আগারওয়াল এর ভূমিকা অভিনয় করতেন নীল চ্যাটার্জি। তাকে এর আগে আমরা নেতাজি ধারাবাহিকে দেখেছি।আবার কড়িখেলা ধারাবাহিকেও তিনি দারুণ অভিনয় করেছেন।বর্তমানে তাকে আমরা খেলনা বাড়িতে দেখতে পাচ্ছি। আবার তিনি মিঠাই তে ফিরছেন এবং কিছুক্ষণ আগে তিনি নিজেই পোস্ট দিয়েছেন যেখানে তাকে মিঠাইয়ে ছেলেদের মেকআপ রুমে দেখা যাচ্ছে আর ক্যাপশন, এক বছর পর ফিরছে আদিত্য আগারওয়াল।

তার পোস্ট নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে মিঠাই ভক্তদের মধ্যে। যত দিন যাচ্ছে তত যেন উত্তেজনা বাড়ছে সিরিয়ালে। রাখী ম্যাম একের পর এক পরিবর্তন এনেই যাচ্ছেন গল্পে।কিছু কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে তাকে অবশ্য বিরোধিতার মুখে পড়তে হয়েছে যেমন ছেলে বনাম মেয়ের লড়াইটা মানুষ একদম ভালোভাবে নেয়নি। সেখান থেকে একটাই ভালো ফলাফল হয়েছে যে অনুরাধা ম্যাম বাড়ির বউ হিসেবে এসেছে আর এখন আদিত্য আগারওয়াল এসে কী খেলা দেখায় সেটা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মিঠাই ভক্তরা।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page