জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নতুন প্রজন্মের গল্প‌ নিয়ে এগোবে অনুরাগের ছোঁয়া, শেষ হচ্ছে দীপা-সূর্য-মিশকার গল্প!

সিরিয়াল বাঙালীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিনোদনের মাধ্যম। এই ধারাবাহিকের জগতে প্রায় রোজ কোনো গল্পের শুরু হয় তো ঘটে কোনো গল্পের সমাপ্তি। সূচনা সমাপ্তির মাঝেই ঘুরতে থাকে নিত্য নৈমিত্তিকভাবে গল্পের মোর। আর সেই গল্পের ওঠাপড়ার মাঝেই দর্শকদের অজান্তেই তাদের জীবনের অনেকটা দখল করে নেয় ধারাবাহিক। বর্তমানে স্টার জলসার বিভিন্ন সিরিয়ালের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সিরিয়াল অনুরাগের ছোঁয়া সিরিয়াল প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

এই সময়ে ধারাবাহিকে দেখতে পাওয়া যাচ্ছে, গল্পের সঙ্গে সঙ্গে চরিত্রদের বয়স পেরিয়ে গিয়েছে বেশ অনেকগুলো বছর। সূর্য-দীপার জীবনে শুরু হয়েছে আলাদা অধ্যায়, প্রবেশ হয়েছে অনেক নতুন চরিত্রের। অন্যদিকে রূপা এবং সোনা একধাপে বেশ অনেকটা বড় হয়ে গিয়েছে। এই মুহূর্তে সিরিয়ালের প্রধান ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে স্বস্তিকা ঘোষ দেবজ্যোতি দত্ত, অহনা দত্ত, দেবপ্রিয়া বসু এবং সাইনা চ্যাটার্জী।

এই সময় সিরিয়ালের নতুন অধ্যায় জমে উঠেছে। দর্শকদের আবার নতুন করে আগ্রহ জন্মাতে শুরু করেছে। সমালোচকদের অনেক সমালোচনা থাকা সত্ত্বেও নিজের গল্পের ধারা মেনেই চলছে অনুরাগের ছোঁয়া। এই সময়ের সোনা রূপার নানান সম্পর্কে টানাপোড়েনই গল্পের মূল বিষয়বস্তু। এই সব কিছুর মাঝেই টেলিপাড়াতে চলছে জোর গুঞ্জন, তবে সেই খবর বেশ কয়েকদিনের মধ্যেই এই খবরের সত্যতা জানা যাবে। তাহলে কি শেষ হতে চলেছে দীপা-সূর্য-মিশকার গল্প?

খুব শীঘ্রই হতে চলেছে নতুন হিরোর এন্ট্রি, আগামী দিনে আসছে গল্পের নতুন মোর। এই হিরোর ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যাবে ঋষভ চক্রবর্তীকে। এই অভিনেতাকে বর্তমানে ‘নিম ফুলের মধু’র পিকলু চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে। দর্শকেরা আশা করছে এই চরিত্র ত্রিকোণ প্রেমের গল্পে পরিণতি পাবে বলে মনে করছে। এ যেন একই ধরার পুনরাবৃত্তি ঘটতে দেখা যাবে সিরিয়ালে। তাহলে, অনেক সমালোচকদের মনে একটা প্রশ্ন এই মেগা পরের প্রজন্ম নিয়ে চলবে নাকি শেষ হয়ে যাক?

Tolly Tales

                 

You cannot copy content of this page