বিনোদন জগৎ বলতেই প্রথমে যেটা মাথায় আসে তা হল গুঞ্জন কিংবা সমালোচনা। প্রায় বলা যেতে পারে বিনোদন জগতের মানুষদের সঙ্গে সমালোচনা শব্দটি কম-বেশী ওতপ্রোতভাবে জড়িত। কারোর হয় একাধিকবার প্রেম, তো কারোর হয় একের অধিক বিয়ে। এছাড়াও, অভিনেতা অভিনেত্রীদের জীবনের সমস্তকিছু বিষয় নিয়ে এই ইন্টারনেটের দুনিয়ায় সমালোচনা নিত্যসঙ্গী।
এখনকার দিনে এমন খুবই কম অভিনেতা অভিনেত্রী দেখা মিলে যিনি কিনা সমালোচনার বাইরে রয়েছে। কিন্তু কম সংখ্যকদের মধ্যেই একজন হল আদৃত রায়, টেলিভিশন পর্দার অন্যতম জনপ্রিয় মুখ। জি বাংলার মিঠাই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় পা রাখেন এই অভিনেতা। বর্তমানে তিনি করছেন জি বাংলায় সিরিয়াল ‘মিত্তির বাড়ি’।
আর এই ‘মিত্তির বাড়ি’তে সাক্ষাৎকার দিতে দেখা গেল ঠাম্মিকে অর্থাৎ অনুরাধা রায়কে। সাক্ষাৎকার চলাকালীন অভিনেত্রী আদৃতের প্রশংসায় পঞ্চমুখ। অভিনেত্রী বললেন, “আদৃতের সাথে আমি আগে কাজ করিনি। এই প্রথম কাজ করছি, “হি ইজ এ ভেরি ভেরি নাইস বয় এন্ড ভেরি জেন্টালম্যান।” আরও বলেন, “খুব ভদ্র ছেলে, ভালো ছেলে। একদম এখনকার দিনের মতো নয়।”
আরও পড়ুনঃ নতুন প্রজন্মের গল্প নিয়ে এগোবে অনুরাগের ছোঁয়া, শেষ হচ্ছে দীপা-সূর্য-মিশকার গল্প!
এই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রই খুব স্বাভাবিকভাবেই আপ্লুত হয়ে ওঠে অনেক আদৃত অনুরাগীরা। অভিনেতা ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে করতে প্রবেশ করেন। তারপর, থেকেই ধীরে ধীরে ছোটো-বড়ো নানা ধরনের প্রজেক্ট আসতে থাকে অভিনেতার হাতে। বর্তমানে ‘মিত্তির বাড়ি’তেও অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।