জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ঋদ্ধিমানের গয়না প্রদর্শনীতে আগুন লেগে সব নষ্টে! আবার খড়ির ঘাড়ে দোষ পড়বে না তো? গাঁটছড়ার নতুন প্রোমো ঝড় তুললো সোশ্যাল মিডিয়ায়

এই মুহূর্তে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে গাঁটছড়া। গৌরব চ্যাটার্জী এবং সোলাঙ্কি রায়ের জুটি মনে ধরেছে দর্শকদের। খড়ি আর ঋদ্ধির কেমিস্ট্রি বেশ ভালো লেগেছে তাদের কারণ গল্পে একের পর এক টুইস্ট হাজির হচ্ছে।

রাহুল গুন্ডা লাগিয়ে ভট্টাচার্য দশকর্মা ভান্ডার ভেঙে দিয়েছে। আর এর জন্য ঋদ্ধিকে খড়ি ভুল বোঝে।খড়ি নতুন কাজের সন্ধানে বের হতে চাইলে সব রাস্তা বন্ধ করে দেয় ঋদ্ধিমান। সিংহরায় পরিবারের গেটের সামনে নিজের দশকর্মার দোকান সাজায় সে। এর মাঝেই এলো নতুন এক প্রোমো। এই ভিডিও দেখেই ঝড় উঠলো সোশ্যাল মিডিয়ায়।

প্রোমোতে দেখা যাচ্ছে, ঋদ্ধিমানের একটি গয়নার এক্সিবিশনে কেউ ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দেয়। ঘুমের মধ্যে ঋদ্ধিমান বাবু বলে চিৎকার করে ওঠে খড়ি। গয়নার এক্সিবিশনে আগুন কিভাবে লাগলো? কেইবা লাগালো আগুন? সব উত্তর পেতে দেখতে হবে সেই এপিসোড।

Piya Chanda

                 

You cannot copy content of this page