জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ওজন বাড়ায় তুমুল কটাক্ষ! দীর্ঘ অবসরের পর বড়পর্দায় আসছে অন্দরমহল খ্যাত অস্মি ঘোষ

বাংলা টেলিভিশন এর সদস্যদের মধ্যে অস্মি ঘোষ অন্যতম। অন্দরমহল ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

এছাড়াও সতী, রানী রাসমণি, শ্রীময়ী, ইচ্ছেনদী, কাদম্বিনীর মতো একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছে এই নায়িকা। তবে মাঝখানে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল। এবার এলো সুখবর।

স্টার জলসার ধূলোকণা ধারাবাহিকে অভিনয় করার কথা ছিল। তবে তারপরে আর দেখা যায়নি পর্দায়।

এবার বহুদিন পর বড়পর্দায় কামব্যাক করছে অস্মি ঘোষ। একসময়ে ওজন বেড়ে যাওয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছিল এই নায়িকাকে। সেই সময় নাকি মানসিক অবসাদের শিকার হয়েছিল এই নায়িকা। নিজের জীবনের গল্প নিয়ে বড় পর্দায় আসছে অস্মি।

সিনেমার নাম ফাটাফাটি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী এবং আবীর চট্টোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে অস্মি ঘোষ।

 

View this post on Instagram

 

A post shared by Asmee (@asmeeghosh_official)

তার নিজের জীবনের সঙ্গে এই সিনেমার গল্প অনেকটাই এক। টলিউডে প্রায় 10 বছর হয়ে গেল কাজ করছে সে। তবুও পছন্দের চরিত্র করতে পারেনি। পরীক্ষার পর আবার ছোটপর্দায় ফিরবে। তবে এবার নিজের যোগ্যতা অনুযায়ী চরিত্র বেছে নেবে সে।

Piya Chanda

                 

You cannot copy content of this page