জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মন ফাগুনে এলো বুড়ো দাদু! কে সে? পিহুও হবে জব্দ! জমজমাট পর্ব

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে মন ফাগুন। গত বছরের জুলাই মাস থেকে ধারাবাহিক শুরু হয়েছে এবং খুব কম সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছে। মাঝখানে এর জনপ্রিয়তায় একটু ভাটা পড়েছিল তবে এখন আবার ছন্দে ফিরে এসেছে এই ধারাবাহিকের গল্প।

প্রিয়দর্শনীকে খুঁজে পায় টুবাইদা। কিন্তু তারপরেই হাজির হয় নকল প্রিয়দর্শিনী। দিকে ঋষির সঙ্গে পিহুর বিয়ে আটকে দেয় মিলি। তখন থেকেই ঋষির প্রতি মনে মনে রেগেছিল পিহু।

পরে সে জানতে পারে ঋষির বাবা অপ্রতিম সেন শর্মা আসলে তার বাবা-মায়ের প্রকৃত খুনি। পরে আবার সৌমেনের গুলি থেকে টুবাইদাকে সেই বাঁচায়। এবার এলো পরবর্তী পর্বের একটি নতুন প্রোমো।

দেখা যাচ্ছে ঋষিরাজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছে পিহু। সে আবার মিস বৃষ্টিবাড়ি গাইড হিসেবে ফিরে এসেছে। এবার ঋষি তাকে চলে যেতে দেবে না। পিহুকে ফিরিয়ে আনতে সে নতুন প্ল্যান করবে।

এদিকে পিহু গাইড সেজে যখন বাসে উঠবে তখন দেখবে গোটা বাস ফাঁকা। শুধু বসে রয়েছে একজন বয়স্ক মানুষ। সে উঠে পিহুর দিকে এগোতে থাকবে এবং তখনই ছেড়ে দেবে বাস। পিহু হুমরি খেয়ে পড়বে তার গায়ে। এই বৃদ্ধ মানুষটি কে জানেন? এ হলো সকলের প্রিয় ঋষি। এবার সে মানিয়ে নিয়ে যাবে তার প্রিয়দর্শিনীকে।

Piya Chanda

                 

You cannot copy content of this page