জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘বুড়োর আবার সুন্দর কচি বউ কেমন করে?’, ইস্মার্ট জোড়িতে এবার আমজনতার প্রশ্নের উত্তর দেবেন তারকারা! ভাইরাল প্রোমো

বহুদিন ধরে স্টার জলসায় চলছে একটু রিয়ালিটি শো যার নাম ইস্মার্ট জোড়ি। খেলার ছলে বিভিন্ন তারকা দম্পতির নিজেদের জীবনের নানা জানা-অজানা, মজাদার বা দুঃখের কাহিনী শেয়ার করে চলেছেন দর্শকদের সাথে।

সঞ্চালনায় রয়েছেন টলিউড সুপারস্টার জিৎ। খুব কম সময়ের মধ্যে এই রিয়েলিটি শো’র দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। তবে বহুবার কটাক্ষের শিকারও হতে হয়েছে। অনেকেই বলেছেন খেলাগুলি পরিবারের সঙ্গে দেখার মত নয়।

এবার সম্পূর্ণ অন্য কারণে ভাইরাল হলো এই শো। খেলায় আসছে বদল। জানি এটি মধ্যে আগ্রহ প্রকাশ করে ফেলেছে দর্শকরা। একটি নতুন ঝলক সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। উচ্ছ্বসিত সাধারণ মানুষ। বাস্তব জীবনের ঝিকিরা এবার সোশ্যাল মিডিয়ায় সাধারন মানুষ যে কমেন্ট করে থাকে সেগুলোর উত্তর দেবেন সরাসরি।

যেকোনো ধরনের কমেন্ট আসুক না কেন তার উত্তর দেবেন এই দম্পতিরা। এর নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় ট্রোলের ব্যাপারটিও তুলে এনেছেন এই খেলার মাধ্যমে।

এমন রিয়েলিটি শো এর আগে বাংলা চ্যানেলে হয়নি। তাই উন্মাদনা ছিল প্রথম থেকেই। আর এখন খেলাতে এত বড় বদল আসার ফলে যথেষ্ট প্রশংসিত এই নতুন বিষয়বস্তু।

Piya Chanda

                 

You cannot copy content of this page