Connect with us

    Bangla Serial

    জি বাংলার দর্শকদের জন্য ২০২৩ সালের বড় গুড নিউজ! আসছে নতুন সিরিয়াল! প্রোমো শুটিং শুরু, সামনে এল নাম

    Published

    on

    Madhumita Dibyojoti

    বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, চ্যানেলের সঙ্গে নামকরা প্রোডাকশন হাউসের ঝামেলা চলছে। আর তাই একের পর এক প্রোডাকশনের ধারাবাহিক ক্যানসেল হয়ে যাচ্ছে। জি বাংলার (Zee Bangla) সঙ্গে বচসার কারণে টেন্ট (Tent), এক্রোপলিশ (Acropolis), ম্যাজিক মুমেন্টস (Magic Moment), এসভিএফ (SVF) প্রোডাকশন কাজ করতে আপত্তি জানায়।

    সম্প্রতি জি বাংলায় এসেছে নতুন ধারাবাহিক ‘মুকুট’ (Mukut)। কিন্তু আসার পর থেকে এখনো পর্যন্ত ধারাবাহিকটি টিআরপিতে (TRP) তেমন ভালো স্কোর করতে পাচ্ছে না। তাই দর্শকরা বহুদিন ধরেই অপেক্ষায় ছিল নতুন ধারাবাহিক আসার। এবার সামনে এল এক খুশির খবর। চ্যানেলে আসতে চলে খুব শীঘ্রই নতুন ধারাবাহিকের প্রোমো। ইতিমধ্যে স্টার দুটি আসন্ন সিরিয়ালের প্রোমো এনে ফেলেছে।

    এরমধ্যে একটি হল ‘লাভ বিয়ে আজকাল’, অন্যটি ‘তোমাদের রানী’। তাই জি বাংলার ভক্তরা বেশ অনেকদিন ধরেই অপেক্ষায় ছিল। কিন্তু সমস্যা হচ্ছিল, এক একটা প্রোডাকশনের সঙ্গে চ্যানেলের মনোমালিন্য হতে শুরু হয়। বর্তমানে একটি ধারাবাহিকের টিআরপির স্থান খুবই গুরুত্বপূর্ণ। টিআরপির তালিকায় নিচে নামলে ধারাবাহিকে ইতি টানার সম্ভাবনাও রয়েছে। তাই চ্যানেল আজকাল বাছাই করে করে সিরিয়াল আনছে।

    tollytales whatsapp channel

    এবার শোনা গেল, ক্রিস্টাল প্রোডাকশনের নতুন ধারাবাহিকের প্রোমো শুটিং শুরু হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি টিভির পর্দায় আসবে নতুন এই সিরিয়াল। ধারাবাহিকের নায়ককে মোট ৫ বার ও নায়িকাকে একবার এরমধ্যে চেঞ্জও করা হয়। খুব বাছাই করে চরিত্রের সঙ্গে মানানসই লুকে তারকাদের নিয়ে আসা হচ্ছে। আজ থেকে ধাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে। ধারাবাহিকের নামও ঠিক করা হয়ে গিয়েছে।

    শোনা যাচ্ছে ক্রিস্টাল প্রোডাকশনের (Crystal Production) নতুন এই ধারাবাহিকের নামে ‘মিলি’ (mili)। বুধবার সকাল থেকে আউটডোরে শুরু হয়েছে ‘মিলি’ ধারাবাহিকের শুটিং। সাত – আটদিনের মধ্যে ধারাবাহিকের প্রোমো চলে আসবে। তবে এখনও জানা যায়নি, ধারাবাহিকের নায়ক ও নায়িকার চরিত্রে কে থাকছেন? তবে জি বাংলার এই নতুন ধারাবাহিক দেখার জন্য অনেকেই অপেক্ষায় রয়েছেন।