জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ইলিশের দামে মাথায় হাত, ভগবানের পাশে দাঁড়ালেন স্বয়ং ভগবান! নিত্যদিনের টেনশনে জেরবার বিশ্বনাথ, সংসারের হাল ধরতে হাজির মহাদেব! আসছে নতুন ধারাবাহিক ‘শ্রীমান ভগবান দাস’! কোন চ্যানেলে, কবে থেকে?

নতুন চমক নিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছে জি বাংলা সিনেমা (Zee Bangla Cinema) চ্যানেল। শুধু সিনেমা নয়, এবার থেকে এই চ্যানেলে দেখা যাবে একের পর এক নতুন ধারাবাহিক। শুরু হতে চলেছে একটি একেবারে আলাদা স্বাদের মেগা— ‘শ্রীমান ভগবান দাস’ (Sriman Bhagoban Das)। ধারাবাহিকটি এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের অসাধারণ জীবনের গল্প বলবে, যেখানে থাকবে হাসি, কষ্ট, দৈনন্দিন জীবনের টানাপোড়েন আর একরাশ মজা।

এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বিশিষ্ট অভিনেতা ‘বিশ্বনাথ বসু’কে (Biswanath Basu)। তিনি বহুদিন পরে আবার ছোটপর্দায় ফিরলেন। তাঁর স্ত্রী চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ ‘মিমি দত্ত’ (Mimi Dutta)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম প্রোমো। আর প্রোমোতেই স্পষ্ট, বাস্তব জীবনের সঙ্গে দারুণ মিল রেখেই গড়ে উঠেছে এই গল্প। যেখানে প্রতিটি দর্শক নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে ‘ভগবান’ চরিত্রের মধ্যে দিয়ে।

মধ্যবিত্ত স্বামী-স্ত্রীর টুকটাক খুঁটিনাটি জীবন, সকালবেলার বাজার, সন্তানের আবদার, অফিসের ঝামেলা সব কিছুই মজার মোড়কে তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে। প্রথম প্রোমোতে দেখা গেছে, নায়ক ঘুমোচ্ছে, ঘুম ভাঙতেই স্ত্রী বাজারের ব্যাগ গছিয়ে দেন তাঁর হাতে। ছেলের আবদারে ইলিশ মাছ কিনতে গেলেও চড়া দামের জন্য বাধ্য হয়ে চারা মাছ নিয়ে ফেরেন ভগবান, সেই নিয়ে আবার সন্তানের মন খারাপ।

সব মিলিয়ে বাড়ির চেনা টানাপোড়েনের ছবি যেন চোখের সামনে ভেসে ওঠে। দর্শকের উত্তেজনার ডোজ বাড়াতে এই ধারাবাহিকে একটি বিশেষ মোড়ও রয়েছে। বিশ্বনাথ যখন অফিসের দৌড়ঝাঁপ আর স্কুটির সমস্যায় নাজেহাল, ঠিক তখনই তাঁকে বাঁচাতে আবির্ভূত হন স্বয়ং ‘ভগবান’। এই অনন্য চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ‘ইন্দ্রাশীষ রায়’ (Indrasish Roy)। একাধারে কল্পনা আর বাস্তবের ছোঁয়ায় গল্পের মোড়টি আরও রঙিন হয়ে উঠেছে।

উল্লেখ্য, জনপ্রিয় হিন্দি ছবি ‘ও মাই গড’ থেকে অনুপ্রাণিত হয়ে এই ধারাবাহিক তৈরি। জি বাংলা সিনেমার এই নতুন প্রয়াস দর্শকদের একঘেয়েমি কাটাতে সহায়ক হবে বলেই মনে করছেন অনেকে। কমেডি, বাস্তবতা ও ঈশ্বরীয় ছোঁয়া— তিনে মিলে ‘শ্রীমান ভগবান দাস’ হতে পারে বাংলার দর্শকের নতুন প্রিয় মেগা। এখন দেখার, এই নয়া উদ্যোগ কতটা জনপ্রিয়তা পায় ছোটপর্দার টিআরপি লড়াইয়ে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।