Bangla Serial
Mithai: এবার আদৃতের সঙ্গে সম্পর্ক কীরকম সেই নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন সৌমিতৃষা! অন ক্যামেরায় যা বললেন তা শুনে মাথায় হাত ভক্তদের

মিঠাই হল একটা হটকেক টপিক। যেখানে বিনোদন জগতের যা কিছু হয় সব কিছুর সঙ্গে মিঠাই কে জুড়ে দেওয়া হয়। যে কোন সিরিয়ালের নিয়ে কোন খবর বানানো হলেই তাতে মিঠাই থাকবেই আর মূলত সবাই মনে করেন যে মিঠাই কে হারাতেই নতুন সব ধারাবাহিক আসছে আর এগুলো নিয়ে খুব মজা পান সৌমি নিজে।
আমরা বেশ কিছুদিন ধরে একটা কথা বারবার শুনে আসছি যে আর আদৃতের সঙ্গে সৌমির সম্পর্কের অবনতি ঘটেছে আর এটা সবথেকে বেশি প্রকট হয়েছে দুমাস আগে আদৃতের জন্মদিনের দিন। সকলে আদৃতকে শুভেচ্ছা জানিয়েছিল মিঠাই টিম থেকে কিন্তু সৌমি বাকি সকলের জন্মদিনে উইশ করলেও আদৃতকে সেদিন একটা শুভেচ্ছা জানাননি। এই জিনিসটা খুব খারাপ লেগেছিল আদৃতের ভক্তদের এবং তারপর থেকে জল্পনা আরো তুঙ্গে ওঠে কারণ কৌশাম্বীকে দেখা গেছিল আদৃতের জন্মদিনের পার্টিতে।
এর প্রভাব অন স্ক্রিনে পড়ছে বলে মতামত অনেকের যদিও আদৃত গোটা বিষয়টা অস্বীকার করেছেন কিন্তু সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন সৌমিতৃষা। তিনি একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে স্পষ্ট বলে দিলেন যে সম্পর্কের যে অবনতি হয়েছে এটা ডিসাইড কে করেছে? আমার এটা নিয়ে কিছু বলার নেই। আমরা সকলে এখানে খুব মজা করে কাজ করি। তারপরেই মিঠাই যে কথাটা বলেন সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। এর থেকে একটা কথা স্পষ্ট যে কাজের বাইরে মিঠাইয়ের সঙ্গে আদৃতের কোন সম্পর্ক তৈরি হয়নি।
তিনি বলেন যে আমরা সহকর্মী আমরা একসঙ্গে কাজ করি তারপর বাড়ি চলে যাই। আমরা খুব মজা করে কাজ করি।সম্পর্কের অবনতি কখন হয় যখন দুটো মানুষের কাজের বাইরে কোন সম্পর্ক থাকে আর সেটাতে কোন সমস্যা হলে সেই সম্পর্ক অবনতি হয়। কিন্তু কাজ ছাড়া আমাদের মধ্যে কোন সম্পর্ক নেই তাই অবনতি হবে কোথা থেকে?
তিনি স্পষ্ট জানিয়েছেন যে সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হবেই আর তিনি এগুলো নিয়ে খুব মজা পান। খুব সিরিয়াসলি নেন না এগুলোকে। তিনি আর আদৃত সিরিয়াসলি কাজ করেন এবং কাজ নিয়ে তাদের মধ্যে কোন সমস্যা নেই তাই কে কী বলল তার যায় আসে না।
