Bangla Serial

Gantchora: খড়ির সমস্ত কথা শুনে তড়িঘড়ি বাড়ি ফিরে এল ঋদ্ধি! ‘আমি খড়ির পাশেই আছি’, ঋদ্ধির মুখে এই কথা শুনে প্রসূনের মুখ চুন, এবার জমে উঠবে গাঁটছড়া

স্টার জলসার এখন সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে গাঁটছড়া। আলতা ফড়িং অবশ্যই রয়েছে তালিকায় এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অতটা আলোচনা হয় না অন্যদিকে অনুরাগের ছোঁয়ার প্রতিও মানুষের বিরক্তি বাড়ছে নতুন প্রোমোটা দেখে। আবার যদি ধুলোর কথা বলা হয় তাহলে এখানে তো লালন ফুলঝুরির বিয়ে হয়েই গেছে।

Gatchora 1 Jun full episode 2022 । গাঁটছড়া আজকের ফুল এপিসোড
আমার অন্যদিকে ঋদ্ধিমান অর্থাৎ গৌরব চ্যাটার্জি ফিরে এসেছেন কলকাতায় এবং শুটিং শুরু করে দিয়েছেন। এই কথা বলা যেতে পারে যে গাঁটছড়া আবার পুরনো ফর্মে ফিরবে। কারণ ঋদ্ধি আর খড়ি একসঙ্গে আবার ছোট পিসেমশাইকে জব্দ করবে। আমরা দেখতে পাবো যে খড়ি কুনাল আর বনিকে লোকের হাত থেকে বাঁচাতে তাদের মন্দিরে বিয়ে দিয়ে দেয় এবং বাড়িতে নিয়ে আসে।

Gatchora 6 Jul 2022 Full Episode 198 Watch Online - Star Episodes - Star Episodes

গোটা ঘটনা সে ফোন করে জানায় ঋদ্ধিমানকে এবং ঋদ্ধি তড়িঘড়ি বিদেশের কাজ ফেলে ছুটে আসে বাড়িতে। আসলে গৌরব চ্যাটার্জি সেই বুঝেই ছুটি নিয়েছিলেন। তবে আজ থেকে তাকে আমরা দেখতে পাবো আবার গাঁটছড়ার পর্দায় তাই আজ থেকে আবার টিআরপি রেটিং বাড়বে গাঁটছড়ার। প্রসূন ভেবেছিল যে গোটা ঘটনাটা ঘটিয়ে খড়িকে খুব বিপদে ফেলবে।

Serial Hub

কিন্তু বাস্তবে ঘটলে অন্য। ঋদ্ধিমান বাড়ি ফিরে এসে সমস্ত ঘটনা শুনে জানিয়ে দিল যে সে খড়ির পাশেই আছে। এই কথা শুনে প্রসূনের অবস্থা খারাপ হয়ে যায়। সে ভেবেছিল এই কীর্তিটা করে সে ঋদ্ধিমানের চোখে খড়িকে বিষিয়ে দেবে। কিন্তু আদতে হলো উল্টো। দর্শকরা বেজায় খুশি যে ঋদ্ধিমান এবার অন্তত ঠিক বুঝেছেন খড়িকে আর সবকিছু খড়ির দোষ হয়নি। তাই আবার দুজনে মিলে জামা ঘষবে ছোট পিসেমশাই এর মুখে এবং এইভাবেই ভট্টাচার্য বাড়ির তিন মেয়ে সিংহ রায় বাড়ির তিন ছেলের বউ হয়ে গেল।

Nira