জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai: অবশেষে হল্লাপার্টির হাতেই খুন হল ওমি আগরওয়াল? মিঠাই-সিড নিল চরম প্রতিশোধ, টানটান উত্তেজনা আসছে মিঠাইতে! জন ভট্টাচার্য এবার নিশ্চিন্তে যাবেন সান বাংলায়

বর্তমানে মিঠাইতে চলছে টানটান উত্তেজনা মূলক পর্ব। অনেকেই ভাবছেন যে হাতে তো আর সময় নিয়ে কিভাবে বোমা নিষ্ক্রিয় করবে সিদ্ধার্থ এবং মিঠাই। কারণ বোমা নিষ্ক্রিয় করার লোক এবং বাকি পুলিশ অফিসাররা তো মনোহরাতে ঢোকার কোন রাস্তাই খুঁজে পাচ্ছেন না।

তবে এটুকু বোঝা যাচ্ছে যে বৌমা নিষ্ক্রিয় করার লোক বাইরে থেকে মাইকে নির্দেশ দেবে আর সিদ্ধার্থ আর মিঠাই গোপালের সাহায্য নিয়ে সঠিক তারটা কেটে দিয়ে মনোহরাকে বিপদ থেকে বাঁচাবে। অন্যদিকে রাতুলের বুদ্ধিতে আইপি অ্যাড্রেস খুঁজে ওমি আগারওয়ালের বেরাতে চলে যায় পুলিশ এবং তাকে গ্রেফতার করতে যায়।

আগামীকাল কী হবে সেটুকু বলা যাক তাহলেই আপনাদের একটু নিশ্চিন্ত বোধ হবে। যখন বোমা নিষ্ক্রিয় হয়ে যাবে তখন মিঠাই সিদ্ধার্থ বেরিয়ে পড়বে কারণ রাতুল তাদের সব জানিয়ে দেবে। অন্যদিকে ওমি আগারওয়াল পালাবার চেষ্টা করবে আর পুলিশ তাকে গুলি করে মেরে ফেলবে। সে নিথর মৃতদেহ দেখে চিৎকার করে উঠবে মিঠাই আর উচ্ছে বাবুকে জড়িয়ে ধরে থাকবে।

অর্থাৎ আগরওয়ালের ছোট ছেলের পালা এবার মিঠাই’তে শেষ হলো। আপাততভাবে ভিলেনমুক্ত হলো মিঠাই তবে এবার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আগারওয়ালের বড় ছেলে আবার এসে হাজির হবে কিনা জানা নেই। টেস বুড়ি ভালো হয়ে গেছে। আবার সোম অন্যভাবে কামব্যাক করতে পারে।

এইটুকু নিশ্চিন্ত যে ওমি আর ফিরছে না। এখন সে চলে যাচ্ছে সান বাংলায় দেবাদ্রিতা বসুর সঙ্গে সিরিয়াল করতে। সেই ধারাবাহিকের টিজার ইতিমধ্যেই চ্যানেলে চলে এসেছে আর এই নতুন জুটিকে দেখার জন্য উৎসাহী সকলেই।

Nira

                 

You cannot copy content of this page