জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Zee Bangla-Star Jalsha:আবার একটি ধারাবাহিকে আচমকা পড়লো কোপ! টিআরপিতে বিশেষ জাদু করতে পারছে না তাই আবার বন্ধ হচ্ছে একটি জনপ্রিয় ধারাবাহিক, হতবাক দর্শকরা

একটার পর একটা খারাপ খবর। একটার পর একটা টেলিভিশন ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার খবর সামনে আসছে আর দর্শকরা হতাশ হয়ে পড়ছে। ইতিমধ্যেই আমরা খবর পেয়ে গেছি যে আগস্ট মাসেই শেষ হয়ে যাচ্ছে দুটি জনপ্রিয় ধারাবাহিক মন ফাগুন এবং উমা।

এই দুটি সিরিয়াল এক সময়ে পর্দা কাঁপিয়েছিল। কিন্তু এই মুহূর্তে তাদের বিদায়ের পালা। এই রেশ কাটতে না কাটতেই আবার একটি খারাপ খবর এলো। এবার শোনা যাচ্ছে আরও একটি ধারাবাহিক শেষ হতে চলেছে। সেই ধারাবাহিকটি নাকি আবার আগামী সপ্তাহে শেষ হচ্ছে।

Pilu

বাংলা টেলিভিশনে একসময় ঠাকুরের উপর নির্ভর করে আধ্যাত্মিক ধারাবাহিকের জয়জয়কার চলছিল। কিন্তু এখন না সেরকমভাবে আধ্যাত্মিক বিষয় নির্ভর ধারাবাহিক দেখা যায় না পর্দায়। সম্প্রতি একটি ধারাবাহিক চলছিল যা ছিল একেবারেই আধ্যাত্মিক বিষয়ের উপর নির্ভর করে তৈরি হওয়া। এবার নাকি সেটাও শেষ হওয়ার পালা এসেছে।

এত দূর পড়ে অনেকেই অনুমান করতে পেরেছেন হয়তো আমরা কোন ধারাবাহিকের কথা বলছি। হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক জয় জগন্নাথ। এইতো কদিন আগেই শুরু হয়েছিল ধারাবাহিকটি। মাত্র নয় মাস চলল এই ধারাবাহিক।

তবে ধারাবাহিকের বয়স খুব কম হলেও খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছিল জয় জগন্নাথ। কিন্তু নানা কারণে হুট করেই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো। জয় জগন্নাথ ধারাবাহিকের টিআরপি প্রথম থেকেই অন্যান্য ধারাবাহিকের থেকে কিছুটা হলেও পিছিয়ে ছিল।

একের পর এক নতুন গল্প আনা হয়েছে। কিন্তু তারপরেও ধারাবাহিকের টিআরপিতে বিশেষ কোনো উন্নতি দেখা যায়নি। তাই এমন সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ। যা খবর সেই অনুযায়ী আগামী ২১ আগস্ট শেষ এপিসোড সম্প্রচারিত হবে। তারপর সেই স্লটে জায়গা নেবে আরেকটি চলতি ধারাবাহিক মৌ এর বাড়ি। অন্যদিকে মৌ এর বাড়ি যে সময়ে সম্প্রচারিত হতো সেই সময় আসতে চলেছে আপকামিং ধারাবাহিক ক্যানিংয়ের মিনু।

Pabitra