জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা

মিঠাই সিরিয়ালটা যারা নিয়মিত দেখছেন তারা তো সকলেই জানেন আগারওয়াল পরিবারের সঙ্গে মোদক পরিবারের সম্পর্কটা ঠিক কীরকম।এমনকি যারা অল্প কয়েকটা এপিসোড দেখবেন তারাও জানবেন যে আগারওয়ালরা হল মিঠাই দের জাত শত্রু।

ওমি আগারওয়াল এর সঙ্গে সিদ্ধার্থের একদম সাপে-নেউলে সম্পর্ক। এর আগে তো ওমি মিঠাই আর সিদ্ধার্থকে ধরে নিয়ে গেছিল।বারংবার মোদক পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে ওমি তবুও মিঠাই আর সিড তাকে কিছু বলেনি।অন্যদিকে আমরা সকলেই জানি আগারওয়াল পরিবারের ছোট মেয়েকে বিয়ে করে এনেছে মোদক পরিবারের ছোট ছেলে। মোদকরা কিন্তু তাকে মেনে নিয়েছে।যদিও ওমি ব্যাপারটাকে সহজে মানতে পারেনি। এবার সে সিদ্ধার্থকে খুন করেই ফেলবে যদিও তার আগে সে আর পিসেমশাই ধরা পড়ে যাবে।

কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা গেল অন্য কীর্তি‌‌। ওমি আগরওয়াল সিডি বয়ের উদ্দেশ্যে প্রচুর ভালো ভালো কথা বলেছে। ভালোবাসায় ভরিয়ে দিয়েছে সিদ্ধার্থকে। আবার দুজনের একসঙ্গে ছবিও দিয়েছে একটা।

ভাববেন না যে ওমি সিডি বয়কে ক্ষমা করে দিয়েছে। আসলে আজকে আদৃতের জন্মদিন ‌আর সেই জন্যেই ওমি অর্থাৎ জন ভট্টাচার্য একটা মিষ্টি শুভেচ্ছা বার্তা দিয়ে পোস্ট করেছেন আদৃতের উদ্দেশ্যে এবং তলায় লিখে দিয়েছেন ওমি আগরওয়াল এর পক্ষ থেকে। আর সেই জন্যেই সেই পোস্ট দেখে হেসে কুটিপাটি খাচ্ছেন মিঠাই এর ভক্তরা।

Piya Chanda

                 

You cannot copy content of this page