জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অস্বাভাবিক মৃত্যুর আগে এটাই ছিল পল্লবীর শেষ স্টেজ শো! আমি সিরাজের বেগমের লুৎফা হয়ে গান গেয়েছিল পল্লবী, ভাইরাল ভিডিও

দেখতে দেখতে নয় দিন হয়ে গেল টেলি অভিনেত্রী পল্লবী দে’র অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যা আসে পরবর্তীকালে পল্লবীর বাবা মা পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী এবং বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঐন্দ্রিলা কে পুলিশের গ্রেপ্তার করেনি কিন্তু স্বামীকে গ্রেফতার করা হয়েছে আর সেখান থেকেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সাগ্নিক অস্ট্রেলিয়ার মানুষদের থেকে বেআইনিভাবে টাকা নিয়ে কল সেন্টার চালাত আর এই ভাবেই সে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করত।

এর মাঝে অনেকেই পল্লবী কে নিয়ে অনেক কথা বলেছে। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলেছে প্রচুর আলোচনা।তার টেলিভিশন ইন্ডাস্ট্রির বন্ধুরা মুখ খুলেছেন এবং সাগ্নিকের ঘাড়েই দোষ চাপিয়েছেন। পল্লবীর প্রচুর ভিডিও ছবি আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায়।পল্লবীর জেদি স্বভাব নিয়ে আমরা জানতে পেরেছি এবং পল্লবী সাগ্নিকের রেজিস্ট্রি করা বউকে ঠকিয়েছিলেন সেটাও আমরা জেনেছি।

তবে সিরিয়ালের সেটে সে ভীষণ হাসিখুশি থাকত। এমনিতে তার সোশ্যাল মিডিয়া দেখলেও বোঝা যায় সে ভীষণ হাসি খুশি একটা মেয়ে। সে ডিপ্রেশন ছিল এটা কখনোই মেনে নিতে পারছে না কেউ। এবার আমাদের কাছে এমন একটা ভিডিও এল যেটা দেখে আপনাদের মন খারাপ হওয়া স্বাভাবিক।

সৌ; Sharmila Showhouse

এটাই পল্লবীর জীবনের শেষ স্টেজ শো যেখানে সে গান গেয়েছিল নিজের গলায়। একটি সংবাদ মাধ্যম থেকে প্রকাশ করা হয়েছে সেই ভিডিও।সেখানে দেখা যাচ্ছে আমি সিরাজের বেগম লুৎফা সেজে সে এসেছিল। তার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page