জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রানু মণ্ডলের কণ্ঠে শোনি গেল “টাপা টিনি”! “বুড়া বর” শুনেই বিস্ফোরক মন্তব্য! হাসতে হাসতে গড়াগড়ি খাবেন

এবার সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটাই গান ইনি বিনি টাপা টিনি। তারকাখচিত “বেলাশুরু” সিনেমার এই গানটি আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। গানটি নিয়ে মানুষের মধ্যে উন্মাদনার শেষ নেই। তাই এখন ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম, তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই এই গান হয় নিজে গাইছেন আর নইলে নাচ করে রিল ভিডিও বানাচ্ছেন।

সেটা আবার সঙ্গে সঙ্গে ভাইরাল হচ্ছে। সব মিলিয়ে এর জম্পেশ প্রচার কৌশলের জন্যে সিনেমার মুক্তির আগেই এই গানটি এতটাই পরিচিতি লাভ করে যে আর কারুর জানতে বাকি ছিল না এটি কোন সিনেমার গান।

বেলাশুরু সিনেমায় এই গানটি জনপ্রিয় হয়েছে মনামি ঘোষ, অপরাজিতা আঢ্য, ইন্দ্রানী দত্ত, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো তারকাদের সম্মিলিত নাচের জন্যে। তার উপর নিখাদ বাংলার মাটির স্বাদ রয়েছে এই গানের ছন্দে ও কথায়।

এবার সেই গানে গলা মেলালেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সেন্সেশন রানু মণ্ডল। বিগত কিছু সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন আর কোনো মানুষ নেই যিনি এই নামটি জানেন না।

একসময় রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে ভাইরাল হয়েছিলেন রানু। সেখান থেকে বলিউডে গায়িকা হিসেবে পরিচিতি ও স্থান পেলেন। তবে বর্তমানে তাঁর ঠিকানা আবার সেই জরাজীর্ণ বাড়ি।

কিন্তু সেখান থেকেও বর্তমানে নানা কারণে ভাইরাল হয়ে থাকেন রানু মণ্ডল। এর কারণ হলো তাঁর বিতর্কিত মন্তব্য অথবা নানারকম অস্বাভাবিক কীর্তিকলাপ। বিভিন্ন ইউটিউবাররা তাঁর সঙ্গে দেখা করতে যান এবং সেই নিরিখে ভাইরাল হয়ে যান রানু মণ্ডল। কখনো মেজাজ হারিয়ে দুর্ব্যবহার আবার কখনো হাস্যকর কিছু বলে ভাইরাল হয়ে থাকেন তিনি।

এবার রানু নিজের কণ্ঠে গাইলেন “টাপা টিনি”। সেইসঙ্গে করলেন মশকরা। আসলে গান একটি শব্দ ব্যবহৃত হয়েছে বুড়া বর। এটা শুনে হাসতে থাকেন তিনি। বললেন বুড়া ছাড়া উপায় কী? তাই নিয়েই থাকতে হবে। বুড়া সব জায়গায় হাজির হবে। সেই গান আবার এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page