আজকের ব্যস্ত জীবনে পরিবার, কাজের চাপ ও নানান চিন্তার মধ্যেও কিছু মুহূর্ত শুধুই নিজের জন্য রাখে মানুষ। সেই মুহূর্তগুলোতেই টেলিভিশনের ধারাবাহিক হয়ে ওঠে আশ্রয়স্থল। গল্পের মোড়, চরিত্রের টানাপোড়েন, সম্পর্কের জটিলতা—সবকিছু মিলিয়ে দর্শক যেন তাদের নিজের জীবনেরই প্রতিচ্ছবি খুঁজে পান এই সিরিয়ালগুলিতে।
নতুন প্রজন্মের থেকেও বেশি, বাড়ির মা-কাকিমারা যেন সিরিয়ালের সঙ্গে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ। সন্ধে নামলেই টিভির সামনে বসে যাওয়া, প্রিয় চরিত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা—এটাই যেন হয়ে উঠেছে বাঙালি পরিবারের অভ্যাস। এমনকি সোশ্যাল মিডিয়াতেও ধারাবাহিক নিয়ে চর্চা এখন ট্রেন্ডে।
প্রতিটি সপ্তাহে নির্দিষ্ট সময়ে শুরু হয় ধারাবাহিকগুলির মধ্যে রেটিংয়ে টিকে থাকার লড়াই। চরিত্রের ওঠানামা, গল্পে নতুন মোড়, কিংবা বড়সড় টুইস্ট—সবই দর্শক টানার অস্ত্র হয়ে ওঠে। আর সেই অনুযায়ী ওঠানামা করে টিআরপির গ্রাফ। এই প্রতিযোগিতা ধারাবাহিক নির্মাতাদের মাঝে যেমন চাপ তৈরি করে, তেমনই দর্শকদের কৌতূহলও বাড়িয়ে তোলে।
২২ মে, বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী, এবারের টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে পরশুরাম, ৬.৪ রেটিং নিয়ে। দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে পরিণীতা এবং জগদ্ধাত্রী, দু’টির রেটিংই ৬.২। তৃতীয় স্থানে রয়েছে রাঙামতি (৬.১), চতুর্থ স্থানে ফুলকি (৬.০) এবং পঞ্চম স্থানে রয়েছে গৃহপ্রবেশ (৫.৩)।
আরও পড়ুনঃ সীতারামের মৃত্যুতে জেলের অন্দরেও ছোট রানীর চক্রান্ত! ইন্সপেক্টর স্বাগতার বদলি আটকাতে তৎপর ফুলকি! ছোট রানীর সাম্রাজ্যে এবার বড় ফাটল! ফুলকির প্রতিশ্রুতি কি বদলে দেবে রাজমহলের ভবিষ্যৎ?
চলুন দেখে নিই সম্পূর্ণ টিআরপি তালিকা
1st – পরশুরাম – 6.4
2nd – পরিণীতা, জগদ্ধাত্রী – 6.2
3rd – রাঙামতি – 6.1
4th – ফুলকি – 6.0
5th – গৃহপ্রবেশ – 5.3
Trending:
আনন্দী – 1.9
সরোজিনী – 1.7