জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সীতারামের মৃত্যুতে জেলের অন্দরেও ছোট রানীর চক্রান্ত! ইন্সপেক্টর স্বাগতার বদলি আটকাতে তৎপর ফুলকি! ছোট রানীর সাম্রাজ্যে এবার বড় ফাটল! ফুলকির প্রতিশ্রুতি কি বদলে দেবে রাজমহলের ভবিষ্যৎ?

জি বাংলার ‘ফুলকি’র (Phulki) আজকের পর্বের শুরুতেই দেখা যায় ধানুকে অষ্টমঙ্গলার জন্য ফোন করে রোহিত। ধানু কিছু বুঝতে দিতে চায় না, যে তাঁর আর আদিত্যর মধ্যে কোনও সম্পর্ক নেই। ফুলকি বুঝে যায় আসল ঘটনা, আবার ফোন করতেই ধানু জানায় আদিত্য তার সাথে ওই বাড়ি যেতে কিছুতেই রাজি নয়। ফুলকি কথা দেয় সব ঠিক করে দেবে।

একদিকে রায়চৌধুরী বাড়িতে অষ্টমঙ্গলার আয়োজন করতে থাকে সবাই, অন্যদিকে জেলে থাকা সীতারামের সঙ্গে তার ছেলে দেখা করতে আসে পুজোর প্রসাদ দেওয়ার জন্য। পুলিশ কিছুতেই দেখা করতে দেয় না বরং প্রসাদটা নিজে সীতারামের হাতে তুলে দেয়। প্রসাদটা মুখে দিতেই মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে পড়ে সীতারাম, পরে জানা যায় সে মারা গেছে।

Zee Bangla Serial Phulki Today Episode 21 May

ইন্সপেক্টর স্বাগতা ম্যাডামের বদলি হয়ে যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তিনি ফুলকিকে ফোন করে জানান যে কোনও এক বড় মাথা ধরা পড়ার ভয় এমন ঘটনা ঘটিয়েছে। আর তাকে শাস্তি স্বরূপ বদলি করে দেওয়া হচ্ছে। ফুলকি যেন ভবিষ্যতে ঘটনা নিয়ে আর না মাথা ঘামায়, তাতে বিপদ আছে। ফুলকি তৎক্ষণাৎ তাঁর বদলি আটকাতে উপর মহলের সাথে যোগাযোগ করে।

সেক্রেটারি মশাই ছোট রানীকে গিয়ে জানায় যে সীতারামের মৃত্যু হয়েছে আর স্বাগতাকে বদলি করে দেওয়া হয়েছে। ছোট রানী মনে মনে বলে আজ অব্দি তার সাথে দূর কেউ জেতেনি, এটাই রাজমহলের নিয়ম আর ভবিষ্যতেও এটাই হবে। ফুলকি ঠিক করে যে করেই হোক আদিত্যকে অষ্টমঙ্গলয়ে নিয়ে আসতেই হবে, তমাল বিহালকে বলে ব্যান্ডপার্টি ও কিছু লোকের ব্যবস্থা করায় সে।

একসাথে অনেক লোক গেলে ছোট রানী সম্মানের কথা ভেবে আদিত্যকে পাঠাতে বাধ্য হবেন। পরদিন সকালে ইন্সপেক্টর স্বাগতা বদলি হয়ে যাবার কারণে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অন্য জায়গার উদ্দেশ্যে, কিন্তু ঠিক সেই সময় ফোন আসে উপর মহল থেকে এবং জানানো হয় তাঁর বদলি হয়নি। আনন্দে সে তখন নিজেকে সমস্ত কিছু জানায়।

ফুলকি সিদ্ধান্ত নেয় এবার আর কারোর ভয়তেই কিছু হটবে না, বড় মাকে সুবিচার পাইয়াই ছাড়বে সে। এরপর রাজবাড়িতে যেতেই বড় রানীর হাতে একটা গোপাল তুলে দেয় ফুলকি, আর তাকে আশ্বাস দেয় খুব তাড়াতাড়ি তাঁর স্বামী ও সন্তানকে খুঁজে এনে দেবে। বড় রানী ফুলকিকে আশীর্বাদ করে তার সমস্ত সুখ যেন ফুলকি পায়। একের পর এক ছোট রানীর জাল কেটে বেরিয়ে আসছে ফুলকি, এবার কি করবেন তিনি?

Piya Chanda