জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পরিণীতা–য় বিস্ফোরক মোড়! অফিসে রায়ান–পারুলের বিবাহ ফাঁস হতেই সিইও ম্যাডামের নতুন চক্রান্ত! রায়ান নাকি পারুল চাকরি ছাড়তে হবে কাকে? কি হতে চলেছে পারুলের ভবিষ্যৎ?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ প্রথম থেকেই দর্শকমনে আলাদা জায়গা করে নেওয়া এই সিরিয়াল এবার আরও এক নতুন মোড়ে পৌঁছতে চলেছে। নতুন মুখ ঈশানি চ্যাটার্জী এবং উদয় প্রতাপ সিং–কে নিয়ে শুরু হওয়া এই সিরিয়াল নিয়ে প্রথমে অনেকেরই সন্দেহ ছিল—সাধারণ গল্প, নতুন শিল্পী—হয়তো খুব বেশি দিন টিকবে না। প্রথম প্রমো দেখেই অনেকেই ভেবেছিলেন, গল্পটা খুব সাদামাটা, আলাদা করে নজর কেড়ে নেওয়ার মতো কিছু নেই।

কিন্তু সম্প্রচার শুরু হতেই বদলে যায় ছবিটা। ঈশানি-উদয়ের অভিনয়, পরিবারের আবহ, সম্পর্কের উত্থান-পতন একেবারে নিজের মতো করে দর্শককে টেনে রেখেছে পর্দায়। ফলে এক বছরেরও বেশি সময় ধরে নিজেদের অবস্থান ধরে রেখেছে ‘পরিণীতা’। শুধু তাই নয়, টিআরপি তালিকায় বহুবার শীর্ষ স্থানও দখল করেছে ধারাবাহিকটি। দর্শকদের কাছে এই শো এখন নিয়মিত আবেগের অংশ।

এদিকে গল্পেও চলছে টানটান উত্তেজনা। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে পারুল নিজের জায়গা তৈরি করেছে অফিসে। সহকর্মীদের অত্যাচার, অকারণ সমস্যা, নানা বাধা—সব সামলেই নিজের কাজের জায়গায় টিকে থাকার লড়াই চালিয়েছে সে। আর সেই লড়াইয়ের পাশে সব সময় ছিল রায়ান।

তবে এবার গল্প ঘুরে গেল আরও কঠিন মোড়ে। নতুন প্রমোতে দেখা যাচ্ছে, সিইও ম্যাডাম জানতে পেরেছেন যে রায়ান এবং পারুল আসলে বিবাহিত। আর তাতেই সমস্যা। এক অফিসে স্বামী-স্ত্রী কাজ করতে পারেন না—এই কারণ দেখিয়ে নির্দেশ দেওয়া হয়েছে, দু’জনের মধ্যে একজনকে চাকরি ছাড়তেই হবে। পরিস্থিতি একেবারে জটিল হয়ে উঠেছে।

কিন্তু রায়ান ও পারুল কেউই হার মানতে রাজি নয়। নিজেদের কাজ ছেড়ে দেওয়ার বদলে তারা সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টি আদালতে নিয়ে যাবে। অফিসের নিয়ম ভেঙে নয়, বরং আইন মেনে নিজেদের সম্পর্ক ও কাজ—দুটোই বাঁচানোর পথে হাঁটবে তারা।এখন দেখার বিষয়, আগামী পর্বে এই মামলা আসলে কোন দিকে মোড় নেয় এবং দর্শকদের জন্য কী নতুন চমক নিয়ে আসে ‘পরিণীতা’।

Piya Chanda