জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছদ্মবেশে পারুলকে ধরে ফেলল রায়ান! তাহলে কি পারুল আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না? এবার কি সত্যিই ইউনিভার্সিটি থেকে বিদায় নেবে পারুল?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) একের পর এক টুইস্ট এনে দর্শকদের মাঝে জমিয়ে তুলেছে উত্তেজনার পারদ। পারুল-রায়ান এবং শিরিনকে ঘিরে গড়ে ওঠা এই গল্পে প্রতিদিনই ঘটছে নয়া মোড়। পারুলের সাহস আর বুদ্ধিমত্তা যেমন মন জয় করছে, তেমনি রায়ানের ষড়যন্ত্রে ভরপুর পরিকল্পনাও দর্শকদের টানছে পর্দায়।

গত পর্বে দেখা গিয়েছে, রায়ানের দাদা ও বৌদি গিয়েছিলেন শিরিনের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান শিরিন একেবারে নিস্তেজ হয়ে পড়ে আছে, কোনও সাড়াশব্দ নেই। দেখে মনে হচ্ছিল, সত্যিই সে ভীষণ অসুস্থ। ফিরে এসে বাড়িতে ঘটনাটি জানালে, পারুল কিছুতেই বিশ্বাস করতে চায়নি। তার মতে, শিরিন এবং রায়ান চক্রান্ত করে এই অসুস্থতার নাটক করছে।

পরিণীতা, parinetaa, zee Bangla, জি বাংলা

রায়ানের দাদা জানায়, সে হাসপাতালে শিরিনের বেডের নিচে পিজ্জার প্যাকেট দেখেছে। এই দেখে পারুল স্পষ্ট জানায়, যদি শিরিন ভেন্টিলেশনে থাকে, তবে তার ঘরে পিজ্জা প্যাকেট থাকার কথা নয়। এরপরেই রহস্য আরও ঘনীভূত হয়। পাশাপাশি, রায়ানের আরেক দিদি আগেই ফোন করে শিরিনদের সতর্ক করে দেয় যে পারুলের দাদা-বৌদি আসছে। তাই তারা আগেভাগেই নাটকের প্রস্তুতি নিয়ে নেয় এবং শিরিন শুয়ে পড়ে।

পরবর্তীতে দেখা যায়, পারুল প্রমাণ জোগাড় করতে ছদ্মবেশ নিয়ে ওয়ার্ডবয়ের পোশাকে হাসপাতালে প্রবেশের চেষ্টা করে। কিন্তু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই রায়ান তাকে ধরে ফেলে। রায়ান বলে ওঠে, “তোর আর বাঁচার কোন পথ নেই, এবার দেখ তোর কী হয়।” গল্পের এই পর্বে স্পষ্ট হয়ে যায় যে, রায়ান এখন পুরোপুরি বেপরোয়া এবং পারুলকে ফাঁসাতে মরিয়া।

পরিনীতা আজকের পর্ব ২০ এপ্রিল (parineeta today episode 20 april)

আজকের পর্বে দেখা যাবে, পারুল বুঝতে পেরেছে যে রায়ান এবং তার বন্ধুরা পুলিশের নাম শুনলেই আতঙ্কে ভোগে। সেই কারণেই সে হাসপাতালের এক কর্মীর কাছে স্বীকারোক্তি দেয় যে, সে অপরাধ করেছে এবং তাকে যেন জেলে পাঠানো হয়। এই কথা শোনার পর হাসপাতালে পুলিশ ডাকার জন্য বলা হয়। আর সেটাই শুনে রায়ান ভিতরে ভিতরে আতঙ্কে কাঁপতে থাকে। মনে মনে সে ভাবে, “এবার যদি পুলিশ আসে তাহলে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসবে!” অর্থাৎ একবার পুলিশ ঢুকে পড়লে তাদের সব কুকর্ম সামনে চলে আসবে।

‘পরিণীতা’ ধারাবাহিক যে আরও চমকপ্রদ মোড় নিতে চলেছে, তা আজকের পর্ব দেখলেই স্পষ্ট হবে। পারুলের বুদ্ধিমত্তা, রায়ানের ছলচাতুরী আর পুলিশের আগমন—সব মিলিয়ে আজকের এপিসোডে জমে উঠতে চলেছে মারাত্মক উত্তেজনা।

Piya Chanda

                 

You cannot copy content of this page