জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোটো পর্দায় তিনি দারুণ সফল! কিন্তু বড় পর্দায় দেখা নেই তার! কেন বড় পর্দায় মিলছে না সুযোগ? মুখ খুললেন রুবেল

ছোটপর্দার এক সুপরিচিত মুখ ‘রুবেল দাস’ (Rubel Das)। অভিনয় দক্ষতা, পর্দায় তাঁর উপস্থিতি, সংলাপ বলার ভঙ্গি আর শরীরী ভাষা তাঁকে একাধিক ধারাবাহিকে জনপ্রিয়তা এনে দিয়েছে। দর্শকের ভালোবাসা, নির্মাতাদের আস্থা – সবই পেয়েছেন টেলিভিশনের মাধ্যমে। একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে তিনি ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। তবে এখনও পর্যন্ত তাঁকে বড়পর্দায় দেখা যায়নি, যা নিয়ে নানা সময় প্রশ্ন উঠেছে।

এত প্রতিভা নিয়েও সিনেমায় সুযোগ কেন পাচ্ছেন না রুবেল? রুবেল নিজেও জানেন, দর্শকদের একটা অংশ তাঁকে সিনেমার পর্দায় দেখার অপেক্ষায় আছেন। রুবেল ছোটপর্দায় সাফল্যের শিখরে পৌঁছলেও, বড়পর্দার যাত্রা তাঁর জন্য এখনও শুরু হয়নি। তবে এ বিষয়ে তাঁর ভেতরে কোনও আফসোস নেই, বরং বেশ স্পষ্ট তাঁর বক্তব্য। এক সাক্ষাৎকারে রুবেল সে কথা জানিয়েছিলেন।

rubel das

রুবেল বলেন, তাঁর দীর্ঘদিনের সঙ্গিনী শ্বেতা ভট্টাচার্য ইতিমধ্যেই বড়পর্দায় অভিষেক করেছেন দেবের বিপরীতে, ‘প্রজাপতি’ ছবিতে। মিঠুন চক্রবর্তীর মতো প্রবীণ অভিনেতার সঙ্গে একই ছবিতে অভিনয় করেছেন শ্বেতা—যা নিঃসন্দেহে বড় কেরিয়ার মাইলস্টোন। এই প্রসঙ্গে রুবেল বলেন, শ্বেতার এই সাফল্যে তিনি ভীষণ খুশি। তাঁরা দুজনেই কাজ নিয়ে প্রায়শই আলোচনা করেন।

একে অপরের উন্নতি নিয়ে গর্ববোধ করেন। অন্যদিকে, রুবেল নিজের পরিস্থিতি নিয়ে খোলাখুলি বলেছেন। তাঁর মতে, বাংলা সিনেমার দুনিয়ায় এখনো নতুন মুখ নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা হয় না। ছোটপর্দার অভিনেতাদের বড়পর্দায় নিজের জায়গা তৈরি করতে সময় ও শ্রম দুটোই অনেক বেশি দিতে হয়। কারও কারও জন্য হয়তো দরজা খুলে যায় খুব সহজেই, কিন্তু সবার ক্ষেত্রে সেটা ঘটে না।

এই বাস্তবতাকে মেনে নিয়েই তিনি এগোতে চান। তবে বড়পর্দা নিয়ে রুবেলের কোনও তাড়া নেই। তিনি বিশ্বাস করেন, সঠিক সময় এলে উপযুক্ত চরিত্রও আসবে। এখন তিনি ছোটপর্দায় নিজের কাজেই মন দিতে চান। তাঁর ভাষায়, যতদিন না বড়পর্দায় নিজের উপযুক্ত স্কোপ পাচ্ছেন, ততদিন নিজের অভিনয় দক্ষতা ও প্রস্তুতি আরও মজবুত করতে চান।

কারণ সিনেমা মানে শুধু পর্দায় মুখ দেখানো নয়, সেখানে নিজেকে প্রমাণ করাটা অনেক বড় চ্যালেঞ্জ। রুবেলের এই স্পষ্টভাষী ও আত্মবিশ্বাসী মনোভাবই তাঁকে আলাদা করে তুলেছে অনেকের থেকে। অভিনয়ে তাঁর নিষ্ঠা ও অধ্যবসায়ই হয়তো ভবিষ্যতে তাঁকে বড়পর্দায় জায়গা করে দেবে। আপাতত দর্শকরা তাঁকে ছোটপর্দাতেই দেখছেন, কিন্তু তাঁকে নিয়ে স্বপ্ন দেখছেন বড়পর্দার পর্দায়ও।

Piya Chanda

                 

You cannot copy content of this page