জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রায়ান-শিরিন মজা করে পার্টিতে ব্যস্ত, আর পড়াশোনার খরচ চালাতে পারুল নামলো ফুড ডেলিভারির কাজে!

জি বাংলা (Zee Bangla) -র জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে তাদের টানটান কাহিনী এবং আবেগঘন মুহূর্তের জন্য। বসু বাড়ির নানা টানাপোড়ন, পারুলের জীবন সংগ্রাম এবং রায়ান-শিরিনের সম্পর্ক ঘিরে জমে উঠেছে গল্প। প্রতিদিন সন্ধ্যাবেলায় টিভির পর্দায় এই ধারাবাহিক দেখার জন্য অধীর অপেক্ষায় থাকেন দর্শকরা।

গত পর্বে দেখানো হয়েছে, রায়ান একেবারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে, সে বসু বাড়ি ছেড়ে শিরিনের সঙ্গে লিভ ইন করবে। এই খবর পেয়ে পারুল ছুটে আসে তাকে আটকাতে। অনেক বোঝানোর চেষ্টা করেও পারুল ব্যর্থ হয়। অবশেষে রায়ান শিরিনকে নিয়ে বসু বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। এই ঘটনায় পুরো বসু পরিবারে নেমে আসে অশান্তির ছায়া।

Parineeta, Zee Bangla, Uday Pratap Singh, Ishani Chatterjee, Surabhi Mallick, Parul, Rayan, Shireen, New Promo, পরিণীতা, জি বাংলা, উদয় প্রতাপ সিংহ, ঈশানী চ্যাটার্জী, সুরভি মল্লিক, শিরীন, নতুন প্রোমো

রায়ানের এই সিদ্ধান্তে ভেঙে পড়ে বসু পরিবারের দাদু। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তিনি। পারুল তৎক্ষণাৎ ডাক্তার নিয়ে আসে, কিন্তু দাদুর বারণ থাকায় বাড়ির ভিতরে ঢোকেনি। অন্যদিকে পারুল যখন প্রিন্সিপাল স্যারের বাড়িতে পৌঁছে, তখন স্যার তাকে ধমক দেন কারণ বসু বাড়ির সমস্যা নিয়ে বেশি জড়িয়ে পড়েছে সে। স্যার মনে করিয়ে দেন, পড়াশোনাই এখন তার আসল লক্ষ্য হওয়া উচিত।

পরিণীতা আজকের পর্ব ৭ এপ্রিল (parineeta today episode 7 april)

আজকের পর্বে শুরুতেই দেখা যাবে, রায়ান এবং শিরিন নতুন বাড়িতে উঠেছে এবং সেখানে তাদের প্রতিবেশীদের সঙ্গে পার্টি করতে দেখা যায়। তারা হাসি-ঠাট্টা, মজা করে নিজেদের নতুন জীবনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে। অন্যদিকে পারুল পড়াশোনার খরচ চালাতে নিজের জন্য পার্ট টাইম কাজ খুঁজছে। বন্ধুরা মিলে আলোচনা করে ঠিক করে, পারুল ফুড ডেলিভারির কাজ করবে। তূর্য প্রথমে অবাক হলেও পরে সবাই মিলে তার পাশে দাঁড়ায়।

‘পরিণীতা’ ধারাবাহিকের আসন্ন পর্ব যে আরও উত্তেজক হতে চলেছে তা বলাই যায়। একদিকে রায়ান-শিরিনের নতুন জীবন, অন্যদিকে পারুলের কঠিন বাস্তবের সঙ্গে লড়াই। দেখা যাক, এই সংগ্রামের মাঝে পারুল কি সফল হতে পারবে? নাকি আবারও বসু বাড়ির কোনও নতুন সমস্যা তাকে টেনে নিয়ে আসবে পুরনো জগতে? উত্তরের অপেক্ষায় এখন দর্শকমহল।

Piya Chanda