জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপি যুদ্ধে জলসার কাছে কোণঠাসা জি বাংলা! শীর্ষে ‘পরশুরাম’! ঠিক পিছনেই মাত্র শূন্য দশমিক ব্যবধানে ‘বিদ্যা ব্যানার্জি’!আগামী সপ্তাহেই কি মুকুট ছিনিয়ে নিতে পারবে বিদ্যা? ‘পরিণীতা’ কি তবে সত্যিই হারাচ্ছে তার জনপ্রিয়তা?

বাংলার ধারাবাহিক মানেই ঘরের গল্প, আর সন্ধ্যে হলেই টিভির সামনে বসে পড়া—এটাই বাংলার সাধারণ মানুষের অভ্যাস। তাই প্রতি সপ্তাহেই দর্শকরা নজর রাখেন কোন সিরিয়াল এগিয়ে, আর কে পিছিয়ে। টিআরপি (TRP) যুদ্ধ যেন চলছেই—কখনও গল্পের টুইস্ট, কখনও নতুন চরিত্র, আবার কখনও পুরনো নায়কের প্রত্যাবর্তন—সব মিলিয়ে প্রতিযোগিতা এখন তুঙ্গে।

এই সপ্তাহে প্রথম স্থান দখল করেছে ‘পরশুরাম’। ধারাবাহিকটির ধারাবাহিকতা, চরিত্রদের অভিনয় এবং গল্পের গতি দর্শককে বেঁধে ফেলেছে। ফলাফলও স্পষ্ট—৭.০ রেটিং নিয়ে সবার উপরে এই সিরিয়াল। ধারাবাহিকটি শুরু থেকেই দর্শক টানলেও সাম্প্রতিক কয়েকটি পর্বে যে আবেগঘন দৃশ্য দেখানো হয়েছে, তা রেটিং বাড়াতে বড় ভূমিকা নিয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘বিদ্যা ব্যানার্জি’। খুব সামান্য ব্যবধানেই শীর্ষস্থান মিস করেছে এই জনপ্রিয় সিরিয়াল। ৬.৯ রেটিং নিয়ে দ্বিতীয় হলেও ধারাবাহিকটির জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। প্রতিদিনের গল্পের মতো সাজানো এই ধারাবাহিকের নায়িকা-নায়কের সম্পর্কের টানাপড়েন দর্শকদের টিভির সামনে ধরে রাখছে।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানেও রয়েছে বেশ কিছু নজরকাড়া নাম। ‘পরিণীতা’ ৬.৫ রেটিং নিয়ে তৃতীয়, আর ‘রাঙামতি’ ৬.২ রেটিং নিয়ে চতুর্থ স্থানে। এগিয়ে থাকার চেষ্টা অব্যাহত রেখেছে এই দুই সিরিয়াল। পঞ্চম স্থানে ৬.০ রেটিং নিয়ে যুগ্মভাবে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ও ‘চিরসখা’। দু’টি সিরিয়ালই টিআরপি তালিকায় বেশ ভালোই লড়াই করছে।

এবার দেখে নেওয়া যাক আজকের টিআরপি তালিকা—

1st •• পরশুরাম 7.0
2nd •• বিদ্যা ব্যানার্জি 6.9
3rd •• পরিণীতা 6.5
4th •• রাঙামতি 6.2
5th •• চিরদিনই তুমি যে আমার, চিরসখা 6.0

Piya Chanda

                 

You cannot copy content of this page