জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘উজি তো ঘরের শত্রু বিভীষণ, ওকে আর বিশ্বাস করা যাচ্ছে না!’ ‘এভাবে ঋষির কষ্ট আর দেখা যাচ্ছে না, এবার উজি-নিশার শাস্তি হোক!’ ঋষির ডিজিটাল লকার খালি! উজির আবারও নিশার সঙ্গ দেওয়াতে, ‘জোয়ার ভাঁটা’ দর্শকদের তীব্র ক্ষোভ!

জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ধারাবাহিকে আজকের পর্বে সবচেয়ে বিস্ময়কর অংশ ছিল, যেখানে সব দর্শক ভেবেছিল উজি এবার অন্তত সোজা পথে হাঁটবে, সেখানে সে উল্টো দিদির পক্ষেই দাঁড়িয়ে পড়ল! ঋষির বাড়ির সবাইকে দেখেও মনে হচ্ছিল, উজিকে আর সন্দেহ করছে না তারা। কিন্তু বাস্তবে উজি তো ভেতরে ভেতরে দিদির পরিকল্পনাতে হাত লাগিয়েই চলেছে। বিশেষ অফিসার বাড়িতে আসার পর থেকেই যে একটা চাপা অস্বস্তি তৈরি হয়েছিল, উজির ব্যবহারে সেটা আরও বাড়তে থাকে।

বাইরে থেকে শান্ত, কিন্তু ভিতরে কী চলছে সেটা কেউই ঠিক বুঝতে পারছিল না। পাশাপাশি বাড়িতে তো ছোটখাটো গোলমাল লেগেই ছিল। পিকুকে নিয়ে ঋষির দিদির ঝামেলা, মেসোকে নিয়ে খেয়ার আচরণ, আবার উজির কাছে মেসোর পর্দা ফাঁস হওয়া মিলিয়ে বাড়িটা যেন এক অদ্ভুত বিশৃঙ্খলায় ভরা। এর ভেতরেই জ্যোতির সন্দেহজনক আচরণ ঋষির দিদির চোখ এড়ালো না। এক মুহূর্তে সে যখন নিশাকে ঋষির মোবাইল না পাওয়ার অজুহাত, দিয়ে পাসকোড দিল না।

Jowar Bhanta, Shruti Das, Aratrika Maity, Abhishek Veer Sharma, Uji, Nisha, Rishi, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Jowar Bhata Today Episode, Jowar Bhanta New Episode, জোয়ার ভাঁটা, শ্রুতি দাস, আরাত্রিকা মাইতি, অভিষেক বীর শর্মা, উজি, নিশা, ঋষি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, জোয়ার ভাঁটা নতুন পর্ব, জোয়ার ভাঁটা আজকের পর্ব

দর্শকেরা ভেবেছিলেন, উজি এবার সত্যের পথেই হাঁটবে, আর নিশার অপরাধের ভাগ নেবে না। অথচ আড়ালে যা ঘটছে, সেটা আরও বড় বিপদ ডেকে আনছিল, এটা কেউ আন্দাজ করতে পারেনি। এদিকে স্পেশাল অফিসারের সতর্কবার্তা যে পরিবারের কারও সঙ্গে অপরাধী চক্রের যোগাযোগ আছে, এই কথাটা শোনার পর থেকেই পরিবেশটা ভীষণ ভারী হয়ে ওঠে। সবাই মুখ চেয়ে থাকে একে-অপরের দিকে। কিন্তু কেউ জানতোই না বিপদটা এত কাছাকাছি।

উজি ঠিক ওই সময়েই দিদির কাছে পাসকোড পৌঁছে দেয় আর পুরো খেলাটা ঘুরে যায়। বাইরে থেকে নিরীহ মুখ, কিন্তু ভেতরে ভেতরে সে ঋষির কাছের মানুষ হয়েও তাকে এত বড় বিপদের দিকে ঠেলে দিল সে! দর্শকরা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে যেটা দেখে, তা হলো ঋষির ভেঙে পড়া। নিশা যখন ঋষির ডিজিটাল লকার থেকে সব টাকা সরিয়ে নেয়, তখন যে অসহায় মুখটা দেখা যায়, সেটা সত্যিই ব্যথা দেয়। কারণ ঋষি অন্তর দিয়ে বিশ্বাস করেছিল উজিকে আর সেই মানুষটাই তার পিঠে ছুরি মারল!

নিশা-উজি দুইজন মিলে তাকে চরম প্রতারণার জালে ফেলে দিল। শেষ দৃশ্যগুলো দেখার পর দর্শকদের প্রতিক্রিয়াও বেশ তীব্র। অনেকেই বলছেন, ‘উজি তো ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠেছে।’ যাকে ঋষি এতদিন আপন বলে ভেবেছে, সেই মানুষটাই বারবার তার ক্ষতি করছে। সত্যিটা না জেনেই ভুল সিদ্ধান্ত নিচ্ছে আর তা সবটাই ঋষির বিপক্ষে গিয়ে দাঁড়াচ্ছে। ঋষির কান্না, অসহায়ত্ব দেখে ভক্তদেরও কষ্টে ভেঙে পড়তে হচ্ছে। অনেকে বলছেন, “এভাবে ঋষিকে দেখা যাচ্ছে না, এবার উজি-নিশাকে শাস্তি হওয়াই উচিত।”

Piya Chanda