জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অবশেষে হাত মেলালো পারুল-রায়ান! এবার কি একই অপরের কাছাকাছি আসবে নায়ক-নায়িকা?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিনীতা’র নতুন প্রোমো সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই প্রোমোতে পারুল এবং রায়ানের সম্পর্কের নতুন মোড় এবং তাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি তুলে ধরা হয়েছে। দর্শকদের মধ্যে এই প্রোমো নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

‘পরিনীতা’র গল্প শুরু হয়েছিল অন্য ধাঁচের কাহিনী নিয়ে। যেখানে দেখা গিয়েছিল , পারুলের বিয়ের দিন তার হবু বর ও তার বন্ধুরা অসভ্য আচরণ করে। পারুলের বাবা তাদের অনুরোধ করতে গেলে, হবু বর তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাবার এই অপমান সহ্য করতে না পেরে পারুল সবার সামনে হবু বরকে চড় মারে, ফলে বর ও বরযাত্রীরা রেগে গিয়ে মণ্ডপ থেকে বেরিয়ে যায়। এই পরিস্থিতিতে পারুলকে লগ্নভ্রষ্টা হওয়া থেকে বাঁচাতে রায়ানের দাদু রায়ানের সঙ্গে পারুলের বিয়ে দেওয়ার প্রস্তাব দেন।

Parineeta, জি বাংলা, জি বাংলা সিরিয়াল, পরিণীতা, zee bangla

এরপরই এক সুতোয় বাঁধা পড়ে পারুল ও রায়ান। বিয়ে হয়ে গেলেও একে অপরকে মোটেই সহ্য করতে পারে না দুজনেই। তবে সম্প্রতি সামনে এসেছে পরিনীতার নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে রায়ানের দাদু রাকার বিয়ে ঠিক করেছেন সুস্নাতের সঙ্গে। এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারছে না রাকা কারণ সে অন্য একজনকে ভালোবাসে।

নিজের মাকে ভালোবাসার কথা জানান রাকা। সেখানেই উপস্থিত ছিল রায়ান ও পিসিমনিও। এই কথা জানার পর পিসিমণি প্রশ্ন করেন দাদুকে এই কথা কে জানাবে, ঠিক তখনই পারুল এসে এই গুরুদায়িত্ব নিজের কাঁধে নেয়। তবে এইবারে পারুল একা নয়, রায়ান সামনে থেকে তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। এই প্রোমো দেখে বোঝাই যাচ্ছে এক অন্য ধরনের টুইস্ট আসতে চলেছে গল্পে। এই প্রথমবারের জন্য পারুল ও রায়ান একসঙ্গে হাত মিলিয়েছে। তবে এরপর গল্প কোন দিকে এগোবে সেটাই দেখার অপেক্ষায় রয়েছে দর্শকরা।

‘পরিনীতা’ ধারাবাহিকটি প্রতিদিন সন্ধ্যা ৮টায় জি বাংলায় সম্প্রচারিত হয়। নতুন প্রোমোতে পারুল এবং রায়ানের সম্পর্কের জটিলতা এবং তাদের জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত পাওয়া যায়। দর্শকদের মধ্যে এই প্রোমো নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

Soumi

                 

You cannot copy content of this page