জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো সারেগামাপায় ২০১৯ সালে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)। সেমিফাইনালে পৌঁছলেও ট্রফি জেতা হয়নি কিন্তু পেয়েছেন অগণিত ভক্তদের ভালোবাসা। যদিও রিয়েলিটি শো জয় করা না হলেও, সাফল্যের শিখরে রয়েছেন বিগত কয়েক বছর ধরে। একজন প্রতিভাবান এবং বহুমুখী সংগীতশিল্পী তিনি। তিনি বাংলা সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় নাম এমনকি জাতীয় মঞ্চে পেয়েছেন সাফল্য। কণ্ঠের মাধুর্য এবং সুরের প্রতি তার গভীর ভালবাসা তাকে একজন সফল গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তিনি অনেক বাংলা চলচ্চিত্রে গান গেয়েছেন, পাশাপাশি মঞ্চেও সঙ্গীত পরিবেশন করেছেন। তার কিছু জনপ্রিয় গান রয়েছে, যা শ্রোতাদের মনে দাগ কেটেছে। স্নিগ্ধজিৎ চক্রবর্তীর গানের বৈশিষ্ট্য হল তার কণ্ঠের গভীরতা এবং আবেগ, যা তাকে অন্যান্য গায়কদের থেকে আলাদা করে তোলে। শুধু বাংলা নয় সুদূর মুম্বাইতেও পৌঁছেছে তার কন্ঠ। হৃত্বিক রোশনের ‘বিক্রম বেধা’ ছবিতে গান গেয়েছেন তিনি। এর পাশাপাশি দেশ-বিদেশের শো তো রয়েছেই।
সারেগামাপা-খ্যাত স্নিগ্ধজিৎ ভৌমিক এবং তাঁর স্ত্রী অদিতির সংসারে সুখবর এসেছে। তারা তাদের জীবনে নতুন সদস্যের আগমনের খবর দিয়েছেন, যা তাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। স্নিগ্ধজিৎ নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি শেয়ার করেছেন, যেখানে তিনি বলেছেন, ‘‘রক্ত বেচে তানপুরা কিনে দিয়েছে বউ অদিতি’’। এই মন্তব্যটি একটি মজার এবং আবেগপূর্ণ ভাবনা হিসেবে দাঁড়িয়েছে, যেখানে তিনি অদিতির প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একবার গায়ককে বলতে শোনা গিয়েছিল, ‘এখন ভগবানের দয়ায় আমাদের অবস্থা স্বচ্ছল। এমন দিন গেছে, তখন আমার কাছে রেওয়াজ করবার তানপুরা ছিল না। অদিতি নিজের রক্ত বেচে আমার তানপুরা এনেছে। সেই মেয়েটা আমাকে কোনওদিন ছেড়ে যাবে না’। সম্প্রতি একটি mahindra xuv500 কিনেছেন স্নিগ্ধজিৎ। গাড়ি কেনার ভিডিও শেয়ার করে স্নিগ্ধজিৎ লিখলেন, ‘নতুন সদস্য, স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। আমার বাবা-মা, স্ত্রী, আমার ব্যান্ড এবং আমার শুভাকাঙ্ক্ষীদের এবং আপনাদের সকলের প্রতি সর্বদা কৃতজ্ঞ। হর হর মহাদেব’।
আরও পড়ুনঃ অবশেষে হাত মেলালো পারুল-রায়ান! এবার কি একই অপরের কাছাকাছি আসবে নায়ক-নায়িকা?
তারা জানালেন, তাদের জীবনে একটি নতুন সদস্য আসার সঙ্গে সঙ্গে তাঁদের সংসারেও নতুন রঙ যুক্ত হয়েছে। স্নিগ্ধজিৎ এই সুখবরটি শেয়ার করার পর থেকে তাদের পরিবার এবং বন্ধুবান্ধবরা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন, এবং তাদের জন্য সবার ভালোবাসা এবং সমর্থন অপরিসীম। উল্লেখ্য, কেক কেটে গাড়ি কেনার বিশেষ এই মুহূর্তটি উদযাপনও করে নিলেন তাঁরা। গাড়ির এই মডেলটি আপাতত বন্ধ রাখা হয়েছে। নতুন গাড়ির দাম ছিল ১১ লাখ থেকে ১৫ লাখের মধ্যে। আর সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে গাড়ির বর্তমান অবস্থার উপর নির্ভর করে দাম পড়তে পারে ৪ থেকে ৬ লাখ টাকার মধ্যে।