জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দৃষ্টি হারিয়ে বক্সিং রিংয়ে শালিনীর মুখোমুখি ফুলকি! লড়াইয়ে রোহিতের প্রাক্তন-বর্তমান! জিতবে কে?

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Television Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। অনেকগুলি কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকির দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শালিনী। আর সেটা দেখেই ভয় পেয়ে গিয়েছে ফুলকি। আসলে শালিনী অনেক বড় একজন খেলোয়াড় তার সামনে ফুলকি খেলতে ভয় পাচ্ছে। কিন্তু রোহিত জানিয়ে দেয় যে এই চ্যালেঞ্জ নেবে ফুলকি। ফুলকি রোহিতকে অনেক বোঝানোর চেষ্টা করে। কিন্তু সে কিছুতেই মানতে চায় না। শেষে রাজি হয়ে যায় রোহিত।

Zee bangla, Fulki, tollywood, জি বাংলা, ফুলকি, টলিউড

সম্প্রতি ফুলকির নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, তার জীবনে এক ভয়ানক মোড় এসেছে। ফুলকির চোখ অন্ধ হয়ে গেছে, যা তার স্বপ্নের পথে একটি বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে। স্টেট লেভেল বক্সিং কম্পিটিশন মাত্র কয়েক সপ্তাহ দূরে, আর এই পরিস্থিতি তাকে শারীরিক ও মানসিকভাবে ভীষণ চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

অন্যদিকে শালিনী তৈরি হয়ে আছে চ্যালেঞ্জ অনুযায়ী ফুলকির সঙ্গে বক্সিং প্রতিযোগিতা করার জন্যে। ফুলকির চোখ দুটো যে অন্ধ হয়ে গেছে সেই খবর প্রকাশ্যে আসতেই সবাই ধরেই নিয়েছিল যে ফুল কি হয় তার খেলতে আসবে না। এদিকে ফুলকি না এলে ওয়াক ওভার পেয়ে শালিনী জিতে যাবে এই প্রতিযোগিতা।

ঠিক সেই সময় দেখা যায় চোখে কালো চশমা পড়ে লাঠি হাতে ফুলকি এসেছে প্রতিযোগিতা খেলতে। দৃষ্টি হারিয়ে বক্সিং রিংয়ে ফুলকি দাঁড়ালো শালিনীর মুখোমুখি। তবে চোখে না দেখতে পেয়ে কিভাবে শালিনীর প্রতিদ্বন্দ্বিতা করবে ফুলকি? এই প্রশ্ন চারা দিয়েছে ফুলকি ভক্তদের মনে। সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ফুলকির আগামী পর্বেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page