জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

লোকের বাড়িতে রান্নার কাজ থেকে, আয়ার কাজ, রুবেলকে বড় করতে আত্মবলিদান দিয়েছেন মা! স্বপ্ন সফল করেছে ছেলে

অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা রুবেল দাস (Rubel Das)। বাংলা বিনোদন জগতের একটি পরিচিত মুখ তিনি। ঘরে ঘরে রয়েছে তার ভক্ত। তিনি একটি আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন। জনপ্রিয় টেলিভিশন শো দাদাগিরি-র মঞ্চে রুবেল নিজের জীবনের সংগ্রামের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তার কথায় উঠে আসে তার মায়ের অসাধারণ ত্যাগ ও সংগ্রামের কথা, যা তার আজকের সাফল্যের পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা।

রুবেল জানান, ছোটবেলা থেকেই তার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তার মা ছিলেন একমাত্র ভরসা, যিনি অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে তাকে বড় করেছেন। জীবনের কঠিন সময়গুলোতে মায়ের অনুপ্রেরণাই তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। তিনি আরও বলেন, মায়ের দেওয়া মূল্যবোধ এবং শক্তিই তাকে জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহস জুগিয়েছে।

Tollywood, television actor, dancer, Rubel Das, entertainment, বিনোদন, বাংলা ধারাবাহিক

রুবেল ও তার দাদা যখন খুবই ছোট তখন তার বাবার কাজ চলে যায়, একা হাতে তাদের মা সেলাইয়ের কাজ করে তাদেরকে বড় করেছেন। ডান্সার হওয়ার স্বপ্ন ছিল রুবেলের, সেই স্বপ্ন পূরণ করতেই কষ্ট করে পৌছান ডান্স বাংলা ডান্সের মঞ্চে। জিতে নেন জি বাংলার সেই জনপ্রিয় রিয়েলিটি শো এর খেতাব। এরপর রুবেল পাড়ি দেন মুম্বাইয়ে, সেই খরচ যোগাতে তার মা লোকের বাড়ি রান্নার কাজ থেকে শুরু করে করেছেন আয়ার কাজ।

মায়ের মুখে সেই সময়ের কঠিন লড়াইয়ের কথা শুনে চোখে জল আসে রুবেলের। রুবেল বলেন “মায়ের বলিদান বলে শেষ করতে পারবো না, সব মায়েদেরই বলিদান থাকে আমার মা একটু বেশিই করেছেন”। শোয়ের সঞ্চালক সৌরভ গাঙ্গুলীও রুবেলের এই সংগ্রামের গল্প শুনে আবেগাপ্লুত হন এবং তাকে অভিনন্দন জানান। দর্শকরাও রুবেলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

বর্তমানে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ তে মুখো চরিত্র দেখা যাচ্ছে রুবেলকে। গত ১৯ শে জানুয়ারি তাঁর বহু দিনের সম্পর্ক পেয়েছে পরিণতি। চার হাত এক হয়েছে শ্বেতা ও রুবেলের। সব মিলিয়ে বলাই বাহুল্য মায়ের কঠিন পরিশ্রমই আজকের এই সাফল্য এনে দিয়েছে রুবেলের জীবনে।

Soumi

                 

You cannot copy content of this page